আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামে " মা " এর অধিকার



আল কোরআন: " আপনার রব এ সিদ্ধান্ত দিয়েছেন যে, তোমরা আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করবেনা এবং পিতা-মাতার সাথে ভাল ব্যবহার করবে। তোমার জীবদ্দশায় তাদের কেউ যদি বার্ধ্যক্যে উপনিত হন তাহলে তাঁদের প্রতি কোনভাবে বিরক্তি প্রকাশ করবেনা এবং তাঁদেরকে ধমকাবেনা এবং তাঁদের সাথে স্ব-সম্মানে কথা বলবে, আর তাঁদের তরে তোমার বিনম্র বাহু স্ব-শ্রদ্ধায় অবনত রাখবে আর এ প্রার্থনা করবে হে আমার রব তাঁদেরকে তুমি সেভাবে দয়া কর যেভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন" আল হাদীস: সাহাবী (রাঃ) জিজ্ঞেস করলেন হে রাসুলাল্লাহ সাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম আমার সর্বোত্তম ব্যবহারের সর্বাধিকরী কে? জবাবে রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম বলেছন " তোমার মা " তারপর জিজ্ঞেস করলেন তারপর কে? বল্লেন " তোমার মা " তারপার জিজ্ঞেস করলেন তারপর কে? বল্লেন " তোমার মা " চতুর্থ বার বল্লেন " তোমার বাবা "

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।