আমাদের কথা খুঁজে নিন

   

যুবসমাজ এর নৈতিক অবক্ষয় রোধে এবং বিব্রতকর পরিস্থিথি রোধে রিক্সাতে সচ্ছ পর্দা ও হুড কভার লাগানো বাধ্যতামূলক করা হউক।

কারো ধার ধারার সময় নাই। নিজেই নিজের মনের মালিক। মানুষ সামাজিক জীব। সমাজবদ্ধ ভাবে বাচতে হলে সমাজের নিয়ম কানুন মেনে চলতে হয় আমাদের। সমাজ আমাদের এমন কিছু করার অনুমোদন দেয় নাই যা আমাদের নৈতিক অবক্ষয় সাধন করতে সক্ষম।

প্রতিদিন এ রাস্তা ঘাটে চলার সময় আমরা এমন কিছু জিনিস দেখি যাহা আমাদের আমাদের নৈতিকতা কে প্রশ্নবিদ্ধ করে। যার অনুমোদন সমাজ আমাদের দেয় নি। সচরাচর আমরা হয়ত দেখে অভ্যস্ত বিধায় বিব্রত বোধ করি না। কিন্তু যখন পরিবারের বড় কেউ সাথে থাকে তখন চরম বিব্ররতকর পরিস্থিথির সম্মুখীন হতে হয়। কিন্তু যারা এসব কর্ম করেন তারা নির দ্বিধায় করে যান।

তাদের কি বিন্দুমাত্র লজ্জা বোধ নেই? মানুষের জৈবিক চাহিদা থাকবে এতাই স্বাভাবিক। কিন্তু তাই বলে জনসম্মুখে এভাবে ভালবাসার বহিঃপ্রকাশ করা কি খুব ই দরকার? যত্র তত্র পাবলিক প্লেস এ এসব অপকর্ম করে মানুষ কে বিব্রত করা কতটা যুক্তি সঙ্গত? লেক, , পার্ক এসব জায়গাতে এসব দৃশ্য প্রায় ই চোখে পরে। কিন্তু বর্তমানে তা আর এসব জায়গাতে সিমাবদ্ধ নাই, এখন যেকোনো সময় রিক্সা তে এসব আপত্তিকর অসামাজিক কর্ম হচ্ছে। যা খুব এ বিব্রতকর পরিস্তিথির সৃষ্টি করে প্রায়ই। এসব রোধে কি আমাদের কিছুই করার নেই? তাই আমি সরকারের প্রতি আবেদন জানাচ্ছি অতিসত্বর সমস্ত রিক্সাতে সচ্ছ পর্দা ও হুড কভার লাগানো বাধ্যতামূলক করা হউক।

তাতেও যদি কিছুতা পরিস্থিথি স্বাভাবিক হয়। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.