আমাদের কথা খুঁজে নিন

   

মাতাল যুবসমাজ,

মানুষ সবাই এক একটা নৌকা ! _নৈশতরী কালি জমেছে মনে, ঢাকা পড়েছে সব বিবেক শালা মরে গেছে, সততাও পালিয়েছে ! এখন পাড়ায় পাড়ায়- কামিনী যৌবন পাওয়া যায় ডাস্টবিনে পড়ে থাকে আতুরে শিশুর লাশ ! এই ত্রিমাত্রিক কলিকাল বসনহীন উলঙ্গ সমাজ, চোরের মতো পালিয়ে যাওয়া সময় যেন দৌড়ে পালাচ্ছে কোন এক অভিমানে । ভিখেরি ডাক্তার পদবি ঝুলিয়ে ভিক্ষে চায়, সব বেঁচে আনা দুঃখীদের নোংরা টাকায় ! এক্সপাইয়ার ঔষুধ গিলে মরে মুর্খের পাল ! পুলিশ কেস লিখে ছাই দিয়ে দড়ি পাকায় টাকার খোঁজে ! আর ডিরেক্টর বাবু নাইকা খোঁজে- আলো নিভানো ঘরে.. নায়কাও স্বপ্ন দেখে মস্ত বড় রাজপ্রাসাদ ! মাতাল যুবসমাজ, নেশার গ্লাসে ডুবানো যৌবন; আগামীর চোখ উপড়ে মদ খাই; চলে টেক্কার বাজি! লাশের সিঁড়ি ভেঙ্গে উপরে ওঠে মহাশয় নেতা । নিচে দু'মুঠো ডাল ছিটাই, নিজেরই ধন খুঁটে খাই বোকা জনতার দল ! হালের তুড়িবাজ পৃথিবী ঢলানির মন ভোলান বেহাইয়া নাচন কাঁপা মন দু'দণ্ড একটু দাঁড়াতে চায় এই উষ্ণ-নিঃশ্বাস থেকে মুক্ত বাতাসে কাল্‌-তলায় কালের অট্টহাসি গোলাপের হাইব্রিড গন্ধ শুঁকে ! আমি মেনে নিয়েছি, দৃশ্যতার চেয়ে অদৃশ্যে বেশি কিছু থাকে আর ওখানেই আমার ভবিষ্যৎ ! _____নৈশতরী... রাজশাহী থেকে । 15-11-2012  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।