আমাদের কথা খুঁজে নিন

   

কমিউনিস্ট জোক্স কালেকশান ৩ ( উৎসর্গঃ কালাহনুর গোত্রভুক্ত মহান কমিউনিস্ট বিপ্লবীদের)

১. তিন শ্রমিক কারাগারে। তাদের মধ্যে কথা হচ্ছেঃ ১ম জনঃ আমি ১০ মিনিট পরে কাজে যেতাম। তাই স্যাবোটাজ এর অভিযোগে আমাকে গ্রেফতার করা হয়েছে। ২য় জনঃ আমি ১০ মিনিট আগে কাজে যেতাম। তাই গুপ্তচরবৃত্তির অভিযোগে আমাকে গ্রেফতার করা হয়েছে।

৩য় জনঃ আমি ঠিক সময়ে কাজে যেতাম। আমাকে গ্রেফতার করা হয়েছে আমার কাছে আমেরিকান ঘড়ি আছে এই অভিযোগে! ২.  কেজিবি অফিসাররা ভালো ট্যাক্সি ড্রাইভার হতে পারবে কেন?  কারন, আপনি শুধু নাম বলবেন। আপনার ঠিকানা তারা জানে!! ৩. ১৯৭০রাশিয়ায় প্রচুর শীত। ঘোষণা করা হলঃ আগামিকাল দুপুরে মাংসের দোকানে মাংস পাওয়া যাবে। ৫০০ লোক ভদকা, আর শীতের কাপড় নিয়ে ভোরেই লাইনে দাঁড়িয়ে গেল।

সকালে লাইন আরো বেড়ে গেল। সকাল ৯টা। কসাই এসে বলল তাকে পার্টি অফিসে যেতে হবে তাই মাংস বেচবে না। ইহুদিরা যেতে পারে। বাকিরা অপেক্ষা করুক।

ইহুদিরা চলে গেল। বিকাল ৫টা। কসাই এসে বলল, পার্টি অফিসে যেতে হবে। মাংস বেচতে পারবে না। সবাই যেন চলে যায়।

এমন সময় একজন বলে উঠলোঃ ইহুদি গুলোর ভাগ্য কত ভালো! ৪. এক বৃদ্ধ খুব অসুস্থ। হঠাৎ শুনলো তার দরজায় আওয়াজ। সে বল্লঃ কে? উত্তর আসলঃ আজরাইল। বৃদ্ধ বললঃ ধন্যবাদ ঈশ্বর কে। আমি ভেবেছিলাম কেজিবি ( !!! ) ৫. কেজিবি অফিসার এক ছেলেকে বর্ণনা করছে কিভাবে ছেলেটির বাবা আত্মহত্যা করছে।

ছেলেঃ বাবা কিভাবে আত্মহত্যা করেছেন? অফিসারঃ স্কাল ফ্র্যাকচার ছেলেঃ স্কাল ফ্র্যাকচার ? অফিসারঃ হুম্ম। তিনি বিষ খেতে রাজি হন নি (!?!) ৬. - কমিউনিজম জিনিসটা কি? - আসলে এটা একটা দুঃখের কৌতুক ৭. আবার ১৯৭০। মস্কো বিশ্ববিদ্যালয়ে চার ছাত্র কথা বলছে সিএনএন রিপোর্টারের সাথে। রিপোর্টারঃ এক্সকিউজ মি, মাংসের এই দুষ্প্রাপ্যতা নিয়ে আপনাদের মতামত কি? রুমানিয়ানঃ মাংস কি? ইস্রায়েলীঃ এক্সকিউজ মি কি? আমেরিকানঃ দুষ্প্রাপ্যতা কি? রাশিয়ানঃ মতামত আবার কি? (!!!) আরো দেখতে পারেনঃ কমিউনিস্ট জোক্স কালেকশান -১ ( উৎসর্গঃ কমিউনিস্টদের) কমিউনিস্ট জোক্স কালেকশান ২ ( উৎসর্গঃ কমিউনিস্টদের) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.