আমাদের কথা খুঁজে নিন

   

একটা ছবি, কত কথা বলে (একদমই হাসা যাবে না জাতীয় পুস্ট)।

যা দেখি,শুনি,অনুভব করি, আমি স্বপ্নি। তাই গল্পে রুপ দিতে চাই............... আসেন আগে একটা ফটু দেখে নেই। ফটোটা 'বাঁশের কেল্লা দুবাই' নামক একটা ফেসবুক পেজ শেয়ার করছে। ছবি দেখে আমার যারপর নাই হাসি আসলেও, পরে মনে হয়েছে এই ছবি কিন্তু অনেক কথা বলে। ছবিতে আমলীগ সরকার অনুপস্থিত।

তার মানে তারা আসলে সেভাবে আর কোন কিছুই করতে পারছে না। ভীত হয়ে মাঠ ছেড়ে পালিয়েছে, যা ফটিক ছড়ি এবং অন্যান্য সহিংস ঘটনা গুলোর মাধ্যমে প্রতীয়মান হয়। এখানে লেকের পচা পানি নোংরা রাজনীতিকে তুলে ধরছে, যেই পচা রাজনীতিতে জামাত একেবারে উলঙ্গ হয়ে নেমে পড়লেও বিম্পি তাদের নৈতিক দায়িত্ববোধ থেকে নামতে পারছে না। তারা এখনো ইতস্থত করছে। কিন্তু নামতে তাকে হবেই, কারন ঘটে বুদ্ধি কম।

আর তাই তাকে বিশেষ একটা প্রানীর সাথে তুলনা করেছে। আর পেছনে আছে সিবির, যারা কিনা তারুন্যের প্রতীক। বিম্পি না নামলেও তাকে জোড় করে পচা পানিতে নামিয়ে পুন্যস্নানের ঠিকা নিয়ে রেখেছে তারা। কথা হল পানি যত পচাই মনে হোক, পূন্যস্নান তাকে করতেই হবে। পানি বিশ্বাসীর অন্তর দিয়ে দেখতে হবে।

ছবিতে দেখানো বিশেষ প্রানীর চরিত্রটা ধ্রুব কোন কিছু নয়, সেখানে অন্য কেউও যে কোন সময় স্থান করে নিতে পারে। কিন্তু বাকী চরিত্র গুলো ধ্রুব। আর গাড়িতে করে চলে যাওয়া যে লোকজন দেখছেন, এরা হলাম আমরা ম্যাঙ্গো পিপল। গোল্ড ফিস। গাড়ি কিছুদূর যাওয়ার পর সব ভূলে গিয়ে গান ধরব ' হাওয়া মে উড়তা যায়, মেরা লাল দুপাট্টা মল মল, কা হো জি, হো জি।

' (ছবির ঘটনা, স্থান, কাল, চরিত্র সকল কিছু লেখকের অনুর্বর মস্তিস্কের পয়দা মাত্র, কারো সাথে এর আংশিক অথবা সামান্য অথবা পুরোটাই মিলে গেলে তা হবে কাক আর তাল মাত্র। তার জন্য লেখক কোন ভাবেই দায়ী নয়) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.