আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখাইল্যা (ফেনী-চৌদ্দগ্রাম) ভাষার ব্যাকরণ -২

কাগু ক্যান স্টার্ট অ্যা ফায়ার ইউজিং জাস্ট টু আইস কিউবস

পর্ব -১ মেলা দিন আগের কথা । ভাত খাইতে বসছি ছোট বইন মুক্তা আর আমি , দুইজন লেট লতিফ । তরকারির এক পদ আছিলো ডাইল । সামনে পাতিল দেয়া, যে যার মত নিতাছে । আম্মা আরেকটা চেয়ারে বইসা দেখতাছে ।

মুক্তা ডাইল নিতাছেতো নিতেই আছে । প্লেটের কানায় কানায় অবস্থা । আম্মা হঠাৎ নিরীহের মত বল্লেন, " চঁড , চঁডেচ্চা, চঁডি তারফর ল আর-" (পা দিয়া মাড়া কিছুক্ষণ তারপর আরো নে, (বস্তায় কোন কিছু ভরার সময় যেমন করা হয়))মুক্তা হঠাৎ বুঝলো না ঘটনা কি । ঐদিকে আমিতো হাসতে হাসতে নাকে মুখে উঠার অবস্থা । আম্মাজান এমনে খুব বেশি জোক করেন না ।

কিন্তু মাঝে মাঝে এমনসব কথা নিরীহের মত মুখ কৈরা বলেন, হাসতে হাসতে কান্দনের অবস্থা । কিছুক্ষণ পরে মুক্তা বুঝলো আসল ঘটনা । বেচারি একটু আবেগপ্রবণ, কাইন্দা কাইটা, তুমি খালি আমগো লগে এরুম কর বৈলা ভাত থুইয়া চৈলা গেলো । আমি তাও হাসি থামাইতেই পারতাছিনা । এই চঁডা (মাড়ানো), নোয়াখাইল্যা ভাষার একটা মৌলিক ক্রিয়াপদ ।

যাউগ্গা । নোয়াখাইল্যা ভাষার ব্যাকরণের এই পর্যায়ে আরো অনেকগুলা মৌলিক নোয়াখাইল্যা শব্দের তালিকা দেয়া হৈতাছে । তার আগে উচ্চারণ সংক্রান্ত নিয়মাবলি কেবলমাত্র আঞ্চলিক শব্দের উচ্চারণের জন্য এই লেখার কমন নিয়ম ১ : সকল একক 'চ' এর উচ্চারণ , সাইকেল শব্দের 'স' এর মত হবে । যুক্তাক্ষরের ক্ষেত্রে সাধারণভাবে প্রমাণ বাংলার নিয়মেই অর্থাৎ বাচ্চা কাচ্চা সাচ্চা এসবের উচ্চারণের মতই হবে । বিশেষ ক্ষেত্রে উল্লেখ করে দেয়া হবে ।

২ : বর্ণ বা সিলেবলের পরে হাইফেন (-) এর উচ্চারণ হবে : আগের সিলেবলের , স্বরবর্ণের দীর্ঘায়িত উচ্চারণ, আগের সিলেবলে স্বরবর্ণ না থাকলে দীর্ঘায়িত 'অ' এর উচ্চারণ হবে । যেমন "বা-ইলা " (মসুর) শব্দের উচ্চারণ হবে বা+ আ + ইলা (ব এর পরে দীর্ঘ আ) "ব-লা" (অলক্ষি, বান্দর এইজাতীয় গালি অর্থে) শব্দের উচ্চারণ হবে ব+অ+লা (ব এর পরে দীর্ঘ অ) আইতনা/আইন্না = বসার ঘর / সামনের ঘর / ড্রয়িং রুম আদ-নি হাতা = থানকুনি পাতা (হাতা > পাতা শব্দের বিবর্তিত রুপ) ইচা মাছ = চিংড়ি উতুইচ্চা = হুতুম পেঁচা উদিলা = খোলা, নাঙ্গা উড়ুম = মুড়ি ওজলা = ভুড়ি (পাকস্থলী) ওঁয়া = টুকরি কোঁয়া = অন্ডকোষ খন্তা = শাবল খাডাল = ভিতরের ঘর খোয়া = কুয়াশা, শিশির খাঁ-জিলিক = বিদ্যুৎ চমকানো খাঁডা বাইয়ুন = টমেটো (বাইয়ুন > বাইগন > বেগুন শব্দের বিবর্তিত রুপ) গাবাল = সাপুড়ে গিদ্দা দেয়া = ডিগবাজি খাওয়া গোয়াইল্লা = ফড়িং চঁই = শিম ছলা = কাঠবিড়ালি জলই = পেরেক জিলইন = ঝিনুক জো-রা = ছোট নালা টগবা = নারিকেলের মালা দিয়া বানানো ডাল বাড়ার জন্য ব্যবহৃত চামচ বিশেষ ঠাডা = বজ্রপাত ডগি = জমি ডেঙা = বাগান, বাড়ির পিছনের ঝোপজঙ্গল ডেঁয়া = বাছুর তরই = ধুন্দুল তয়া = টুপি তাগারি/হিবা = গরুর খাবার দেয়ার জন্য ব্যবহৃত বিশাল গামলা তুরুল্লা/তুরুইল্লা = ঝিঁঝি পোকা দাগা = কালো মোটা সুতা (তাবিজ বাঁধার জন্য) দস্ত হওয়া= বমি হওয়া (নোট : বমি করা > বমি করা ই ব্যবহৃত) দাস্ত = ডায়েরিয়া ধজি = হাতা ,খুন্তি নাইচ্যা হাগ = পাটশাক (হাগ > শাক থেকে বিবর্তিত) ফেলন/অরল = অড়হর বইর = পা, ঠ্যাঙ (সাধারণত পায়ের পাতা) বা-ইলা = খেসারি (ডাল) বালা তেল = সরিষার তেল বাবাল = বনবিড়াল, খাটাশ মাইড্ডাল = মাটি কাটার শ্রমিক মাত্তুল = হাতুড়ি মুআহাইন্জুইয়াঁ = গোধূলিবেলা মেচাঙ্গ/দমদমা = ফলস সিলিং মেড-লি = মাকড়শা লাই = গামলা শ-ইন্দা/শশিন্দা = চিচিঙ্গা শাবুরি = তৃপ্তি, সন্তুষ্টি হবরে = তাড়াতাড়ি হ-ন = মক্তব হারল = মাছ ধরার জন্য ব্যবহৃত টুল বিশেষ হাইব = চাপকল (ইংরেজি পাইপ থেকে বিবর্তিত) হালনী ভাত = পান্তাভাত হাঁটফা = মই হুয়ার = ব্যবহার হেঁন্জা = জলজ আগাছা হোঁয়াইর = ঘরের উপরের দিকের পাটাতন হৈতকাল = আদ্দিকাল, অনেক আগে হৈর করা = মেরামত করা হৈর অইছে = ফ্রি হৈছে, মুক্ত হৈছে --------------------------------------------------------------------------- মৌলিক শব্দের জন্য আর কোন নতুন চ্যাপ্টার এড করা হবে না । এরপরে পাওয়া মৌলিক শব্দগুলা , প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টারে এডিট করে যোগ করা হবে । পরের পর্বে, মূল বুঝা যায় কিন্তু বিবর্তনের ধারা ধরা যায় না এমন শব্দ এবং উচ্চারণ বিবর্তনের কিছু কমন রুলস প্রতিষ্ঠার প্রচেষ্টা থাকবে । বিভিন্ন তথ্য দিয়ে যারা সাহায্য করতাছেন ,এবং নোয়াখাইল্যা না হৈয়াও গভীর আগ্রহ-উৎসাহ-উদ্দীপনা সহ মন্তব্য দিয়া যারা ক্রমাগত উৎসাহ দিয়ে যাচ্ছেন, তাদের ঋণ শুধুমাত্র ধন্যবাদ দিয়া শোধ হবার নয় ।

তাও দিলাম ধন্যবাদ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.