আমাদের কথা খুঁজে নিন

   

মেহেদী হাসান - আর নেই....

আমি পথিক জীবনভর মানুষকে সংগীতের জাদুতে মুগ্ধ করে চলে গেলেন পাকিস্তানি গজল সম্রাট মেহেদী হাসান। তার ছেলে আরিফ হাসান পাকিস্তানের টেলিভিশনকে জানান, দীর্ঘ রোগভোগের পর বুধবার করাচীর একটি হাসপাতালে মারা যান ভারতীয় উপমহাদেশের প্রবাদপ্রতীম এই গায়ক। তার বয়স হয়েছিল ৮৫ বছর। আরিফ জানান, গত কয়েক বছর ধরেই ফুসফুসের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন মেহেদী হাসান। বিভিন্ন সময়ে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালেও ভর্তি থাকতে হয়েছে।

তিনি মূত্রনালীর সদস্যাতেও ভুগছিলেন। ১৯২৭ সালে ভারতের রাজস্থানের লুনা গ্রামে জন্মগ্রহণ করেন মেহেদী হাসান। ১৯৪৭ সালে দেশভাগের পর তার পরিবার চলে যায় পাকিস্তানে। পঞ্চাশের দশকে রেডিও পাকিস্তানে কর্মজীবন শুরু করা এই শিল্পী ধীরে ধীরে পরিণত হন জীবন্ত কিংবদন্তীতে। ‘আব কি বিচরে’, ‘ম্যায় হোস ম্যায় থা তো ফির’, ‘জিন্দেগী ম্যায় তো সাভি’সহ তার কণ্ঠের বহু গজল তাকে এনে দেয় ‘সম্রাটের’ যশ।

পাকিস্তানের চলচ্চিত্রের বহু গানে কণ্ঠ দিয়েছেন তিনি। উর্দু কবিতার প্রতিও তার প্রেম ছিল আজীবন। পাকিস্তান সরকারের তমঘা-ই-ইমতিয়াজ ও হিলাল-ই-ইমতিয়াজ খেতাব ছাড়াও নেপাল সরকারের কাছ থেকে গোরখা দক্ষিণা বহু খেতাব পেয়েছেন। সংগীতে অবদানের জন্য আজীবন বহু সম্মাননা ও পুরস্কার পেয়েছেন তিনি। http://www.youtube.com/watch?v=Cf-zmEW4Zx সুত্র : বিডিনি্উজ২৪ কম  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.