আমাদের কথা খুঁজে নিন

   

মেহেদী রাঙ্গানো এই হাত.. সরি পা..

গাছের হাতে বাটা মেহেদীর জায়গা করে নিয়েছে প্যাকেটজাত টিউব মেহেদী। বিজ্ঞাপনের কল্যানে মেহেদী রাঙ্গানো হাতে এসেছে বৈচিত্র আর টিউব মেহেদীর রঙের বৈচিত্রতায় এবং ব্যবহারিক সুবিধায় এখন ডিজাইনে এসেছে মননশীলতার ছোঁয়া। অধিকাংশ ক্ষেত্রে হাতে এবং পায়ে বিভিন্ন ডিজাইনে গাছের হাতে বাটা মেহেদীর আল্পনা আঁকা হতো। আর এখন টিউব মেহেদীর বদৌলতে রঙের বাহার দেখা যায়। রূপ বিশেষজ্ঞরা মেহেদী প্রেমিকদের জন্য বিভিন্ন ডিজাইন সাজেষ্ট করে থাকেন।

যেমন, যাদের হাত বড় তাদের হাতে বড় বা ভরাট নকশা ভালো লাগবে। আর ছোট হাতে খুব বেশী ভরাট না করে হাতের একটা পাশে লম্বা লম্বি ডিজাইন ভালো লাগবে। হাতের আঙ্গুল যদি খুব ছোট ছোট হয় তবে অনামিকা ও মধ্যমায় লম্বালম্বি যে কোন ডিজাইন ভালো লাগবে। এখন মেহেদীর ডিজাইনে কলকা বেশি চললেও ফুল, লতা পাতা এসব ডিজাইনও চলছে বেশ। এখন আবার বাজাওে কালো মেহেদীর প্রচলন বেশী দেখা যাচ্ছে।

তবে এই কালো মেহেদী দিয়ে পুরো হাত এ ডিজাইন করলে ভালো লাগবে না। নরমাল মেহেদী দিয়ে আগে মূল ডিজাইনটা হাতে ফুটিয়ে তারপর ওই ডিজাইনের বিশেষ বিশেষ কিছু অংশ রাঙ্গাতে পারেন কালো মেহেদী দিয়ে। এতে হাতে অন্যরকম একটা আমেজ আসবে। মেহেদী রাতে দিলে সকালে তার রং টা বেশি ভালো লাগবে। বাটা মেহেদীর সাথে কফি মিশিয়ে দিলে রং গাড় হয়।

বাজারের টিউব মেহেদী দেবার আগে হাতে একটু লাগিয়ে দেখুন কোন রকম এলার্জি হয় কিনা। অনেকের হাতে মেহেদী দেবার এ/ দুই দিন পর তা জায়গায় জায়গায় উঠে যায় বা হালকা হয়ে। সেক্ষেত্রে মেহেদী উঠিয়ে হাতে হালকা সরিসার তেল মেখে নিতে পারেন। টিউব মেহেদী শূকিয়ে গেলে তা ঘসে তুলে ফেলুন। এবং সম্ভব হলে পরবর্তী ২৪ ঘন্টা পানি লাগাবেন না।

এতে রং টা ভালো হবে। এবার দেখুন মেহেদী রাঙ্গানো আরো কয়েকটি ছবি। এই লিংক এ অন্য কিছু  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.