আমাদের কথা খুঁজে নিন

   

একজন বৃদ্ধ ও তার হাতুড়ি

সানডারল্যান্ড সমুদ্রবন্দরে বিরাটাকায় একটি জাহাজ যান্ত্রিক গোলযোগের দরুণ বেশ কিছুদিন বিকল হয়ে পড়ে আছে। জাহাজটি মেরামতের জন্য জাহাজটির মালিক ও ক্যাপ্টেন এর আন্তরিক চেষ্টার কোনও কমতি নেই। আজ এক জনকে, কাল অন্য জনকে, পরশু আরেকজনকে দিয়ে চেষ্টা তারা চালিয়েই যাচ্ছিলেন। কিন্তু কারো পক্ষেই এই জাহাজটিকে মেরামত করা সম্ভব হচ্ছিলো না। দেশ বিদেশের বিভিন্ন বিশেষজ্ঞরা আপ্রাণ চেষ্টা করেও যখন কোন কুল কিনারা করতে পারছিলেন না তখন এক বৃদ্ধ লোকের ডাক পড়ল।

লোকো মুখে শোনা যায় এই বৃদ্ধ নাকি তার যৌবনকালে ঠিক এমনই একটি সমস্যার সমাধান করেছিলেন। বয়োবৃদ্ধ ভদ্রলোক তার বিশাল এক যন্ত্রপাতির বাক্সসহ হাজির হয়ে দ্রুতই কাজে নেমে পড়লেন। বৃদ্ধ লোকটি ইঞ্জিনের শুরু হতে শেষ পর্যন্ত খুবই সতর্কতার সথে পুঙ্খানুপুঙ্খ ভাবে পরখ করে দেখলেন। জাহাজের মালিক তার অদম্য কৌতূহলের বশে বৃদ্ধর সাথে সবসময় আঠার মতো লেগে থাকলেন এবং বোঝার চেষ্টা করলেন বৃদ্ধ কিভাবে জাহাজটি মেরামত করেন। পরিদর্শন শেষ করে বৃদ্ধলোকটি তার বিশাল যন্ত্রপাতির বহর থেকে একটি ছোট্ট হাতুড়ি বের করে ধীরে সুস্থে ইঞ্জিনের নির্দিষ্ট একটি জায়গায় হাতুড়ি দিয়ে কয়েকবার আঘাত করলেন।

সঙ্গে সঙ্গেই ইঞ্জিনটি প্রবল শব্দে সচল হল। কাজ শেষে বৃদ্ধ সাবধানে তার হাতুড়িটি ব্যাগে রেখে দিলেন। অবশেষে বিকল জাহাজটি ঠিক হল। এক সপ্তাহ পরের ঘটনা .... ১ (এক) লক্ষ টাকার একটি ফর্দ হাতে পেয়ে জাহাজের মালিকের চোখ ছানাবড়া ! অসম্ভব!!! বুড়ো তো কিছুই করে নাই ! সামান্য হাতুড়ি পিটিয়ে এত টাকা চায় সে ? বৃদ্ধর কাছে বিলটি ফেরত পাঠিয়ে অনুরোধ করা হলো “দয়া করিয়া তালিকাবদ্ধ ভাবে বিল প্রদান করুন। " বৃদ্ধর বিল: হাতুড়ির বাড়ি দেয়ার জন্য .............................................................২০০.০০ টাকা কোথায় হাতুড়ি দিয়ে বাড়ি দিতে হবে সেটা জানার জন্য .....................৯৯,৮০০.০০ টাকা পাদটিকাঃ এই গল্পে আমরা যা পেলাম –উদ্যম অবশ্যই গুরুত্বপূর্ণ।

কিন্তু... কোথায় উদ্যমী হলে অন্যের সাথে নিজের কাজের পার্থক্য দৃশ্যমান হবে সেটা জানা এবং বোঝা অনেক বেশী গুরুত্বপূর্ণ। [ সূত্রঃ সংগৃহীত । মূল কাহিনী অপরিবর্তিত রেখে কিছুটা পরিমার্জন করা হয়েছে] ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.