আমাদের কথা খুঁজে নিন

   

তিনটা প্রশ্ন!!! আম্লিগ সমর্থকরা একটু বলবেন?

বেশকিছুদিন থেকেই কথাটা মাথায় ঘুরছে, কিন্তু জবাব দেবার কাউকে পাচ্ছি না, তাই ব্লগেই বলি। কারণ এখানে আম্লিগের বেশ উচু পর্যায় থেকে আবাল সব ধরনের সমর্থক রয়েছেন, অবশ্য সবদলেরই আবাল- সবাল সমর্থক রয়েছে। প্রশ্ন ১: আচ্ছা এই যে আম্লিগ তত্বাবধায়ক বাতিল করে দিল ( দয়া করে কোর্ট, সংবিধান ব্লা ব্লা ব্লা........ কপচাবেন না) এবং এখন বলছে তত্বাবধায়ক অসাংবিধানিক... গনতন্ত্রের জন্য ক্ষতিকর এইসব, তাহলে কি াম্লিগের উচিত নয় দেশবাশির কাছে ক্ষমা চাওয়া কারন তারা এই অসাংবিধানিক কাজটি করতে বিএনপিকে বাধ্য করতে ১৯৯১-১৯৯৬ সালে ১৭৫ দিন হরতাল দিয়ে দেশকে ধংসের পথে নিয়ে গিয়েছিল???????? প্রশ্ন ২: এইকথাটি জানা মনে হয় জাতির জন্য আসলেই গুরুত্বপুর্ন। ধরুন আম্লিগ তার কথামত তত্বাবধায়ক ছাড়াই নির্বাচন দিল, এবং বিএনপিও তাতে আসতে বাধ্য হল ( যেমনটা আপনারা আশা করছেন বিএনপিকে হাত পা বেধে পানিতে ফেলে দিবেন)। তখন জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্যাতিক প্রতিষ্ঠানের মনিটরিং এ নির্বাচন হল। এবং দুর্ঘটনা বশত (!) বিএনপি তাতে জিতে গেলো ( স্ট্যাটিসটিকাল প্রবাবিলিটি অনুযায়ি অসম্ভব নয়!); তখন পরবর্তি নির্বাচন আম্লিগ কার অধিনে করবে, বিএনপির অধিনে নাকি আবার তত্বাবধায়কের জন্য আন্দোলন, ২০০ দিন হরতাল এইসব করবে? প্রশ্ন ৩: বিএনপি হরতাল দিলেই াম্লিগের নেতারা অর্থনিতির হিসাব কপচানো শুরু করেন, কিন্তু বিএনপির সমাবেশের আগে সারাদেশের যানবাহন বন্ধকরে দিয়ে, লাঠিয়াল দিয়ে বুড়িগঙগায় সাধারন কর্মজিবি মানুষকে পিটয়ে পানিতে ফেলে দিয়ে যে ভয়াবহ হরতাল করল, তারপর আবার হরতালের বিরুদ্ধে কিছু বললে এদেরকে জুতানো উচিত নয় কি?????? জবাব হয়ত পাবো না, কিন্তু এই প্রশ্নের জবাব আমি খুজেই যাবো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।