আমাদের কথা খুঁজে নিন

   

তিনটা অতি ভয়ঙ্কর মুভি রিভিউ।

A Hero will Rise Up Just In Time

সেই ছোটবেলায় "ভিরানা", "ভাগো ভূত আয়া" জাতীয় কিছু হিন্দি হরর ছবি দেখেছিলাম। তারপরে আর দেখা হয়নি। আজকে একটা ডিভিডির দোকানে যেয়ে, একটা হিন্দি হরর কালেকশন দেখে বাসায় নিয়ে আসলাম। সিক্স ইন ওয়ান কালেকশান। আহ, কি একেকখান মুভি।

যেন একেকটা রত্ন। দায়ান: ১ম মুভিটার নাম দায়ান। ঘটনা হলো এক লোক ১মে একটা বিয়ে করে। কিন্তু বাসর রাতে প্রকাশ হয়ে পরে যে লোকটার কোন ক্ষমতা নাই। ফলে বৌ চেচামেচি শুরু করে।

রাগের চোটে লোকটা বৌরে মাইরা ফালায়। ২য় আরেকটা বিয়ে করে এবং একই ঘটনা ঘটে। এরপর থেকে ওই লোকের বৌয়ের ভূত আসতে থাকে। ২ বৌয়ের মধ্যে ঠিক কোন বৌউটার ভুত আসে, সেইটা বুঝতে পারিনি। বড়ই ভয়ঙ্কর ছবি।

শায়তান খোপরি: এইটার ঘটনা হইলো, এক বিশাল (বিশাল বিশাল) বিগ্গানী মরা মানুষরে জীবিত করার ফর্মূলা আবিষ্কার করে (ফ্রান্কেস্টাইন টাইপের আরকি) । তারপর সেই মরা মানুষটা একেরপর এক খুন করতে থাকে। পরে পুলিশ নায়ক তাকে ধংস করে। ছবি দেখে ভয়ে কাপছিলাম, এখনও কাপতেছি। জাঙ্গাল পেয়ার: এইটা হলে একে জঙ্গলের কাহিনী, তার সাথে যুক্ত হইসে ভূত।

২য়ে মিলে চরম ভয়ঙ্কর কাহিনী। আতঙ্কে হাত পা............ এই তিনটা দেখে আর বাকী ৩টা দেখার সাহস (রুচি) হয়নি। আপনাদের সাহসে কুলালে ডিভিডি জোগাড় করে দেখে নিয়েন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।