আমাদের কথা খুঁজে নিন

   

তিনটা সেইরাম মুভি

রেস্টে আছি আপাতত পোস্টানি বন্ধ :D
The Departed (2006): মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্ক টরেন্ট ডাউনলোড লিঙ্ক ছবিটির কাহীনি অসাধারণ , জ্যাক নিকলসন শহরের একজন কুখ্যাত সন্ত্রাসী , যার সাহায্যে ম্যাট ডিমন বড় হয়ে উঠেন এবং যোগ দেন পুলিশে যাতে তিনি পুলিশের গোপন খবর সন্ত্রাসীদের দিতে পারেন । এদিকে লিওনার্ডো ডি ক্যাপ্রিয় যিনি পুলিশ বাহীনির একজন সদস্য, তাকে লোক দেখান চাকুরীচ্যুত করা হয়, যাতে তিনি সন্ত্রাসীদের সাথে মিশে তাদের খোঁজ খবর দিতে পারেন পুলিশকে । পুলিশরা জানে যে তাদের মধ্যে বেইমান আছে কিন্তু পরিচয় জানেন না , তেমনি একই অবস্থা সন্ত্রাসীদের । এভাবেই জমজমাট হয়ে উঠে ছবিটির কাহীনি । চারটি অস্কার পাওয়া ছবিটি অবশ্যই আপনাদের ভাল লাগবে ।

Planes Trains and Automobiles (1987): মিডিয়াফায়ার লিঙ্ক স্টেজভু লিঙ্ক টরেন্ট লিঙ্ক আমার দেখা অন্যতম কমেডি ছবি এটি । এই ছবিটা যতক্ষন দেখলাম ততক্ষন হাসলাম, কিন্তু শেষ মুহূর্তে মনটা খারাপ করিয়ে দিল । জন কেনডির অসাধারণ অভিনয় সবার ভাল লাগতে বাধ্য । একজন মানুষ যে কতটা বিরক্ত করতে পারে এই ছবিটা দেখলে বুঝা যায় । এই ছবিটা সবাইকে দেখার জন্য (যারা দেখেন নাই ) আমন্ত্রন রইল।

Rain Man (1988): মিডিয়াফায়ার লিঙ্ক স্টেজভু লিঙ্ক টরেন্ট লিঙ্ক আমার দেখা টম ক্রুজের সেরা মুভি , সাথে আছে আরেক বস ডাস্টিন হ্যফম্যান (যিনি এই ছবিতে অভিনয়ের জন্য অস্কার পেয়েছিলেন )। পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করা টম ক্রুজ , বাবার মৃত্যুর পর সম্পত্তির দখল নিতে গেলে আবিস্কার করলেন, তার বাবা সমস্ত সম্পত্তি তার অন্য একজনের নামে দিয়ে গেছেন । আরো খোঁজ নিয়ে জানতে পারলেন যে সে ব্যক্তি আর কেউ নন তারই আপন যে ভাইয়ের কথা তিনি যানতেন না কখনো । এবার পড়ে যান দো'টানায় ভাই আগে না সম্পত্তি আগে !! আশা করি ছবিটি সবার ভাল লাগবে। [ছবির নাম ব্যাবহার না করে আসল নাম ব্যবহার করলাম ] সকল মুভি সম্পর্কিত পোস্ট একত্রে
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।