আমাদের কথা খুঁজে নিন

   

ভোগান্তির শেষ নেই

সকালে ইউনিভার্সিটি যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে দেখলাম কোনো বাসই আসছে না। অনেকক্ষণ পরে একটা বাস এলো কিন্তু সেটি কোনো যাত্রী নিতে আগ্রহী না। এরপর অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ঠেলাঠেলি করে একটা বাসে উঠার সুযোগ পেলাম। রাস্তা খালি। একটানে পৌঁছে গেলাম গন্তব্যে।

কিন্তু বিপত্তি হলো ফেরার সময়। নীলক্ষত বাসস্ট্যান্ডে কোনো বাসের নামগন্ধ নেই। অনেকক্ষণ পর পর একটা সেফটি বা মেট্রো সার্ভিস আসে কিন্ত সেখানে তিল ধারণের জায়গা নেই। কিন্তু বাধ্য হয়ে মানুষ সেই বাসে মারামারি করে উঠছে। বহু মানুষ গেটে ঝুলছে।

কোনক্রমেই বাসে উঠতে না পেরে শেষমেষ টেম্পুর পাদানীতে দাঁড়িয়ে ফার্মগেট গিয়ে সেখান থেকে কিছু পথ রিকশা এবং শেষ পর্যন্ত হেঁটে বাসায় ফিরলাম। গরমে দরদর করে ঘামতে ঘামতে বাসায় ফিরে দেখলাম বিদ্যুতও নেই। এ অবস্থার জন্য কাকে দোষ দিব? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.