আমাদের কথা খুঁজে নিন

   

ভোগান্তির নাম কাঁচপুর ব্রিজ

সত্যের চেয়ে অপ্রিয় আর কিছু নেই
ভোগান্তির নাম কাঁচপুর ব্রিজ যানজটের ১০ কারণ, দিনে অপচয় হচ্ছে ৫ ঘণ্টা ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম সড়কের কাঁচপুর ব্রীজে ১০ কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। কোনভাবেই যানজট নিরসন করা যাচ্ছে না। উল্টো যানজটের ভোগান্তি বেড়েই চলছে। কাঁচপুর ব্রীজের যানজটে সকালে ও বিকালে কমপক্ষে ৪/৫ ঘন্টা সময় অপচয় হচ্ছে। ফলে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে ২/৩ ঘন্টা বেশী সময় লাগছে।

অপরদিকে কাঁচপুর ব্রীজের যানজটে আটকে থাকার সময় পুষিয়ে নিতে চালকরা বেপরোয়া গাড়ি চালিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। যানজটের সময় কাঁচপুর এলাকা জুড়ে বিরাজ করে এক অসহনীয় পরিবেশ। কাঁচপুর ব্রীজের যানজটের কারণ অনুসন্ধানে পাওয়া গেছে চমকপদ তথ্য। যার মধ্যে অন্যতম হচ্ছে শিমরাইল মোড় থেকে ব্রীজ হয়ে ফিটনেস সার্টিফিকেট বিহীন পরিবহনের চলাচল। যেগুলো ব্রীজে উঠতে গিয়ে প্রায়ই বিকল হয়ে যানজটের সৃষ্টি করছে।

শিমরাইল মোড়ে মূল সড়কে যানবাহন দাঁড় করিয়ে যাত্রী ও মালামাল ওঠানামার ফলে যানজটের সৃষ্টি হয়। ধীর গতি সম্পন্ন যানবাহন রিকশা-ভ্যান-ঠেলাগাড়ী ব্রীজ অতিক্রম করতে গিয়ে যানজটের সৃষ্টি করে। কাঁচপুর এলাকার গার্মেন্টস কর্মীদের সকালে কাজে যোগদান ও বিকেলে বাড়ি ফেরার সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শিমরাইল ও কাঁচপুর মোড়ে চালকদের ট্রাফিক পুলিশের সিগন্যাল অমান্য করার প্রতিযোগিতা। ব্রীজের উভয় পাড়ে রাস্তার পাশে দোকানিদের পসড়া সাজিয়ে বেচাকেনা করা।

শিমরাইল ও কাঁচপুর মোড়ে ৩টি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসা যানবাহন মূল সড়কে চলে আসা। ব্রীজের কোন পাশেই কার্যকর স্থায়ী ট্রাফিক সিগন্যাল না থাকা। ব্রীজের পূর্ব পাড়ে সিলেট মহাসড়কে কোন রোড ডিভাইডার না থাকা এবং সর্বোপরি ঢাকার পূর্বাঞ্চলীয় ১৮ জেলায় চলাচলকারী অর্ধলক্ষাধিক যানবাহনের জন্য সড়ক পথে একমাত্র ব্রীজ হওয়ায় এখানকার যানজটের অন্যতম কারণ। নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর বীর প্রতীক বলেন, শীতলক্ষ্যা নদীর উপর ডেমরা-তারাব সেতুর নির্মাণ কাজ শেষ হলে স্থায়ীভাবে যানজটের নিরসন হবে। বিজেএমইএ’র সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান বলেন, কাঁচপুর সড়কে ডিভাইডার না থাকায় ব্রীজে যানজটের সূত্রপাত ঘটছে।

তাতে তারাব-কাঁচপুর শিল্পাঞ্চলের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কাঁচপুর হাইওয়ে ফাঁড়ি ইনচার্য মজিবুল হক বলেন, ব্রীজের উপরে রাস্তার ত্রুটির কারণে যানবাহন চলাচলে ধীরগতির সৃষ্টি হচ্ছে। রাস্তা সংস্কার করা হলে যানজটের সমস্যা থাকবে না বলে তিনি মনে করেন। সূত্রঃ ইত্তেফাক
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.