আমাদের কথা খুঁজে নিন

   

ফ্লাইওভার নির্মানের নামে এই জন ভোগান্তির শেষ কোথায়?

এই দেশটা আমার, আপনার, আপনাদের সবার, আসুন দেশটাকা ভালবাসি। গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভারের কারনে সাধারন জনগনের এই যে ভোগান্তি, তার দায়ভার কে নেবে.....? ফ্লাইওভার নির্মান কাজ শুরুর আগে যানবাহন চলাচলের বিকল্প ব্যাবস্থা না করে ফ্লাইওভারের নির্মান কাজ শুরু হওয়ায় যানজটের কারনে সাধারন মানুষের যে ভোগান্তি তার দায়-ভার সরকারের উপর বর্তায় না। গতপরশু দিন ফার্মগের এক ব্যাংকের উদ্দ্যশে নারায়ন গন্জ থেকে রওনা হই সকাল ১০ টায় গুলিস্তান যেতে যেতে বাজে দুপুর ২.৪৫ মিনিট সেখান থেকে ব্যাংকে গিয়ে দেখি ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে গেছে। অগত্যা রিটার্ন গাড়িতে নারায়ন গন্জের রওয়া হই, নারায়ন গন্জ ফিরতে ফিরতে রাত ১১ টা । গত কাল সকাল ৯টায় রওনা হয়ে সেই কাজ শেষ করে নারায়ন গন্জ ফিরি রাত ১০ টায় । এই যদি হয় অবস্থা তবে কি ভাবে জীবন যাপন করব সেই চিন্তায় আছি। তবে কি সামনে এমন দিন আসছে যেদিন ঢাকা শহরে কোন যান বাহন থাকবে না , যা করার তা হেটে গিয়েই করতে হবে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.