আমাদের কথা খুঁজে নিন

   

বেকুব আমি

ভালো থাকতে চাই..। যা কিছু ভালো সেদিকে সবাইকে আহবান.। মাগরিবের নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়েছি। কাছেই বেশ বড়সড় একটা কাঁচাবাজার- পাঁকাবাজার আছে। কিন্তু প্রচণ্ড গরমে ভাবলাম, যাই একটু এসির ঠাণ্ডা হাওয়া খেতে খেতে আরামে বাজার করা যাক।

যেই ভাবা সেই কাজ। একটা ওয়ান স্টপ মল হয়েছে নতুন , বাসার কাছেই। জিনিসপত্র ভালোই পাওয়া যায় সেখানে, তাই মাঝে মাঝে এখানে আসা হয়। ঠাণ্ডা বাতাস খেতে খেতে টুকিটাকি কেনা হয়। আজকেও কিছু টুকিটাকি কেনার উদ্দেশ্যে ঢুকেছি মলটায়।

অন্য কেনাকাটা শেষে ফল কর্নারে দেখছি থরে থরে ফল সাজানো। হঠাৎ চোখ আটকে গেল একটা ফলের দিকে। যে ফলটা শেষ কবে খেয়েছি মনে পড়ছে না। বেশ বড় বড় আঁশফল। নামটা অনেকের কাছে অপরিচিত ঠেকতে পারে।

গোল-গোল আকৃতির রসালো ফল। আমাদের দুইটা আঁশফল গাছ ছিল। একটা উঠানের পাশেই। আরেকটা বাড়ির বাইরের দিকের ভিটায়। বাইরের গাছটি বড় এবং ফলও হত বেশি।

কিন্তু ঐ গাছটার আঁশফল বাড়ির ভিতর আসত খুবই কম। তার আগেই পাড়ার ছেলেপেলের কৃত্তিকলাপে ঐ গাছের ফল সাবাড়। যাই হোক ফলটা আমার বেশ প্রিয় ছিল। বড় গাছটা একবার ঝড়ে ভেঙে যায়। আর কয়েকবছর পর বাড়ির ভিতরের ছোট গাছটাও কেন জানি কেটে ফেলা হয়।

যা বলছিলাম, এখানে হঠাৎ এই ফলটি এত সুন্দর জালি প্যাকেট করা দেখে লোভ সামলাতে পারলাম না। যদিও এই আঁশফল নামক ফলটা জীবনেও কিনে খাওয়া হয়নি। দাম সম্মন্ধ্যেও ধারনা কম। পাশে দাঁড়ানো বিক্রয়কর্মী ছেলেটাকে জিজ্ঞাসা করলাম , আঁশফলের দাম কত? সে একটু ঝুঁকে টুকে দেখে বলল, ৭২ টাকা কেজি। আমি তো খুশি, ভাবলাম যাক দামতো নাগালের মধ্যেই আছে।

কিন্তু মনে হল এই জিনিসতো লিচুর মত সংখ্যা পরিমাণ হিসাবে বিক্রি হওয়া উচিত। যাক সেই ভাবনা মনের মধ্যে রেখেই বললাম, দাও এক কেজি। বিক্রয়কর্মী ছেলেটা মনে হল নতুন। এইটা মাপামাপিতেও বিস্তর সময় নিয়ে ফেলল। ট্রলি ঠেলে কাউন্টারের দিকে এগিয়ে গেলাম।

কাউন্টার কর্মী বারকোড রিডার দিয়ে একে একে পণ্যের দাম এন্ট্রি করছে। এন্ট্রি করা শেষ হলে আমি ক্রেডিট কার্ডটা এগিয়ে দিয়েছি। সে কার্ড পাঞ্চ করে সিগনেচার এর জন্য স্লিপটা হাতে নিয়ে তো চক্ষু চড়কগাছ। এত বিলতো আসার কথা না! আমি কাউন্টার কর্মীকে আমার সন্দেহের কথা জানাই। সে বলে স্যার সবতো ঠিকই আছে।

এবার সে আইটেম ডিটেলস এর প্রিন্ট কপি আমার হাতে ধরিয়ে দেয়। আমি তাতে চোখ বুলাই। চোখ আটকে যায় আইটেম নাম্বার থ্রি তে। সেখানে আঁশফলের দাম লেখা ৭২০ টাকা/কেজি। আমি নিজেকে আবিস্কার করি একটা বিশ্ব-বেকুব হিসাবে।

পাদটিকাঃ ঘটনাটা কালকের। আজকে অফিসে আমার এই বেকুব হবার কাহিনী যখন আমার টিম মেট দের বলছি তখন আবিস্কার করলাম ১০ জনের মধ্যে মাত্র ১ জন এই সুস্বাদু ফলটি চেনে। বেকুব আমি আজকে আরও একবার বেকুব হলাম। ছবিসূত্র ঃ গুগুল ইমেজ আর্কাইভ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।