আমাদের কথা খুঁজে নিন

   

মাতাল বেকুব (২)

যখন আমি হবো শুধুই স্মৃতি, আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা গুলো সবার সামনে আমাকে আরো স্মৃতিময় করে তুলবে।

এক মাতাল এক রাতে full load হয়ে বাড়ি ফিরল। ফিরে দেখে বাসার সামনে পাঞ্জাবী পড়ে কে যেন নড়াচড়া করছে। সে তক্ষুণি পকেট থেকে পিস্তল বের করে ঢিচাও ঢিচাও করে দুটো গুলি করল। পরে দেখে ওমা, ওটা আর কিছুই নয় তার নিজেরই পাঞ্জাবী যেটা সে দড়িতে শুকাতে দিয়ে গিয়েছিল সেটাই বাতাসে নড়াচড়া করছে। তখন সে বললো, " খুব বাচা বেচে গেছি মাইরি, ভাগ্যিস জামাটা আজকে আমি পড়িনি"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।