আমাদের কথা খুঁজে নিন

   

বেকুব রাজ্যের বেকুব প্রজা !!!



বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে জায়গা করে নিয়েছিল ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর। তবে আমার মনে হয়না স্বাধীনতার স্বাধটুকু এখনও বাঙ্গালী জাতি সেরকমভাবে পেয়েছে।

যখনই ক্ষমতার পালাবদল হয় তখনি বদলে যায় দৃশ্যপট। হারিয়ে যায় স্বাধীনতার অস্তিত্ব। আইন বিভাগ, বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ বিভাগ সব হয়ে যায় পরাধীন।



মানুষের মনুষত্ত্ব ও গণতন্ত্র হয়ে যায় অসহায়। নিরীহ নির্বোধ জনগনকে যা বোঝানো হয় তাদের কে তাই বুঝতে হয়। আর না বুঝলেও করার কিছুই থাকেনা। ক্ষমতাসীন ও ক্ষমতাহীন দুই দলই ব্যাবহার করতে থাকে নিজেদের আবিস্কৃত মিডিয়া।

আমাদের এই মহান দেশে আলোচনার বিষয়বস্তুর শেষ নেই।

একটা শেষ না হতেই আরেকটা শুরু ও হয়ে যায়। এইতো বর্তমানে, আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে, এইচ এম এরশাদের বিরোধীদলীয় নেতা হিসেবে শপথ গ্রহণ।

আমাদের দেশ একটা গুজবের দেশও বটে। এইতো কয়েক মাসে আগে এক দল দাবী করল যে, তারা নাকি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী কে চাঁদে দেখেছে! তারপর এটাকে নিয়ে সরকারীদল ও তৎকালীন বিরোধীদল এবং তাদের মিত্র জামায়াতের কতো হাঙ্গামা-তামাশাই না দেখতে পেল এদেশের জনগণ।

গণতন্ত্রের দোহাই দিয়ে হরতাল ও অবরোধের নামে নিরীহ জনগণের মালিকানাধীন গাড়ী ভাংচুর কিংবা গাড়ী জ্বালানো, নিরীহ মানুষ পুড়ানো কিংবা মানুষ হত্যা, দেশের অর্থনীতির চাকা অচল করে দেয়া এসব যেন বিরোধীদল ও তাদের মিত্রদের দৈনন্দিন কর্মকান্ডের এক বিশাল অংশ হয়ে গেছে।



তাদের প্রতিরোধ করার জন্য ছোড়া পুলিশ-বিজিবি-র‍্যাবের গুলিতে নিহত হচ্ছে সেই নিরীহ জনগণ।

দেশ ও জনগণের জন্য কারো কোনো মাথা ব্যথা নেই, সবাই নিজেদের স্বার্থ উদ্ধারের কাজে ব্যস্ত।

আর আমরা, বেকুব রাজ্যের বেকুব প্রজা নির্লিপ্তভাবে আশায় আছি কেউ হয়তো আমাদের মঙ্গলের জন্য চিন্তা করে আমাদের দেশে শান্তি ফিরিয়ে আনবে, আমাদের দেশের দৃশ্যপট পাল্টে দিয়ে আমাদের কে স্বাধীনতার স্বাধটুকু গ্রহণ করতে দিবে। কিন্তু কে সে ? কখন আসবে ? সে কি আদৌ আসবে ? তা কারো জানা নেই, কিন্তু স্বপ্ন দেখতে তো আর বাধা নেই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।