আমাদের কথা খুঁজে নিন

   

বর্ষবরন এবং একটু সতর্কতা। হ্যাঁ আপনাকেই বলছি।

যা দেখি,শুনি,অনুভব করি, আমি স্বপ্নি। তাই গল্পে রুপ দিতে চাই............... আগামী কাল বাঙ্গালীর প্রানের উৎসব বর্ষ বরন। কিন্তু কতিপয় শূকর ছানা যেভাবে এটাকে একটা ইসলাম বিরোধী কর্মকান্ড হিসেবে সাব্যস্ত করতে উঠে পড়ে লেগেছে তাতে আমার অনেক ভয় হয়। আমার ভয় হয় এই ভেবে যে আবারো উদীচীর মত একটা ঘটনার পূনরাবৃত্তি না হয়। শুকর ছানাদের দাবীগুলোর আওতায় কিন্তু এই দাবীও চলে আসে।

(ব্যক্তি ও বাক-স্বাধীনতার নামে সকল বেহায়াপনা, অনাচার, ব্যভিচার, প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ, মোমবাতি প্রজ্জ্বলন সকল বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করতে হবে। ) বর্ষ বরন তাদের কাছে বরাবরই একটা বিজাতীয় সংস্কৃতি হিসেবে গন্য হয়েছে। এর আগেও তারা দেখাইছে যে তাদের কি পরিমান ক্ষোভ এই বর্ষ বরনের উপর। বিগত কিছু ঘটনায় ইসলামকে ব্যবহার করে সহিংস হয়ে মানুষ খুন করার প্রমান আমরা পেয়েছি। তারা যে আবারো কোন কিছু করবে না, তা ভাবা হবে অনেক বোকামী।

আর আওয়ামী সরকার এইসব শুকরদের নাশকতার বিরুদ্ধে কিছু করতে পারে না, আর পারবেও না। কারন তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারল না। তাই সকলের প্রতি আমার আহবান দয়া করে, একটু সাবধানে থেকে, নিরাপদে থেকে বর্ষবরন অনুষ্ঠানে যোগ দিন। কিন্তু একটু খিয়াল কইরা। কিভাবে কি করবেন, আপনারা ভাল জানেন।

ভয় পেয়ে আবার একেবারে বিরত থাকার দরকার নেই। এই বাংলা আমার, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীস্টান সকলের। বাংলা আছে, থাকবে। বাংলা বর্ষবরন আছে, থাকবে। আপডেট করা হইলঃ এক ছাগু কিন্তু অলরেডি দুইটা পোস্ট দিয়া ফালাইছে....... ১লা বৈশাখ হলো অধর্ম ব্যবসায়ী ও ধর্মব্যবসায়ীদের পুজো পহেলা বৈশাখ পালনে জিন্দেগীর আমল বরবাদ হয়ে যাবে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।