আমাদের কথা খুঁজে নিন

   

গানস এণ্ড রোজেস

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই বন্দুকের ময়দা; পোড়ানো গ্রামের ভাজা ভাজা ঘ্রাণ, যুদ্ধের মহাজন কোমরের খতি চেনে, মানুষের ক্ষমতা চায় আমারে ছটাক পরিমাণ পিস্তলের গুঁড়া দিও বড় গ্যাঁড়াকলে ভাঙ্গাতে যাই; বারুদে কি রুটি হয় না, মোলায়েম কাবাব? পীড়নের পর ঝুরি মাংস কি খুলে যায় না হাড় থেকে? কাদামাটির মত কাই করে গোল গ্রহটাকে ডলে সমান করা যায় না কেন? বাঁশের লগ্গির উপর পাকস্থলীর ছবি নিয়ে জমায়েত হয় মানুষেরা; পাশেই ঘোলা সবুজ পানিতে লতানো গাছটা ফুল ছাড়ে। - ড্রাফট ১.০


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।