আমাদের কথা খুঁজে নিন

   

গানস এন রোজেসের নতুন এ্যালবাম ::পারফেকশনিষ্ট এক্সলের টেনর ভয়েস আর আমার ২য় ওরিজিনাল এ্যালবাম কেনা

http://www.choturmatrik.com/blogger/আরণ্যক
অবশেষে দীর্ঘ ১৫ বছর পর গানস এন্ড রোজেসের নতুন এ্যালবামটা রিলিজ পেলো চাইনিজ ডেমোক্রেসী .. স্প্যাগেটি ইন্সিডেন্সের পর মোটামুটি গানস এন্ড রোজেস কে মৃত বলে ধইরা নিই .. স্ল্যাশ আর বাকি সব যার যার ব্যান্ড করেছে .. কিন্তু পুরানো সেই রোজেস আর নাই ঐ দিন ভিএইচ এস এর ১০০ টপ রক গানে দেখলাম "ওয়েলকাম টু দা জাংগল" ১ নাম্বার হইছে .. মনে মনে হাসলাম .. ওয়াকম্যান কানে দিয়ে পাগলের মতো গান গাওয়ার স্মৃতি মনে পড়ল প্যারাডাইস সিটি , সিভিল ওয়ার , নকিং অন হেভেনস ডোর, লিভ এন্ড লেট ডাই , ডোন্ট ক্রাই .. নভেম্বর রেইন .. কি সব গান ছিল .. চায়নিজ ডেমোক্রেসি রিলিজ পেলে খুব অবাক হই .. ড: পেপার নামে কোক পেপসির মতো একটা জিনিষ আছে নর্থ আমেরিকাতে ওরা অফার দিয়েছিল এই এ্যালবাম যদি রিলিজ হয় ওরা আমেরিকার সবাই কে ফ্রী এক বোতল দিবে শেষ মেষ আ্যালবাম রিলিজ হলে ব্যাটারা ফান্দে পড়িয়া বগা কান্দে অবস্থা .. এরপর দায়সাড়া ভাবে কুপন বিলি আর গানস এন্ড রোজেসের পক্ষ থেকে মামলার হুমকি ... অনেক দিনের সাধ ছিলো একটা ওরজিনাল এ্যালবাম কিনবো .. এখন তো গান সব মাগনাই পাওয়া যায় .. তারপর মরে যাওয়া ভুতদের স্মৃতির উদ্দেশ্য কিছু পয়সা বিসর্জন .. দিনরাত যাদের গান না শুনলে চলতো না তখন ..এমনকি গোসল করার সময় টেপ রেকর্ডার নিয়ে নাচানাচি করে গোসল করতাম আমি ভাবছিলাম এত দিন পড়ে আর কি ভালো গান হবে .. অবাক হলাম দুইটা গান ঠিক ঠিক ধরে ফেল্লো আমাকে বেটার if the world এই এ্যালবামের কোন নির্দিষ্ট লাইন আপ নাই .. এত বার আর এত বছর ধরে পরিবর্তন হয়েছে যে ক্রেডিট দিতে তাল ঠিকানা পাওয়া যায় না এর পর পাগলা পারফেকশনিষ্ট এক্সলের জাদু আবার পেলাম যদিও স্ল্যাশ সেই গিটারওয়ার্ক নেই .. পুরানা গানস বলতে এক্সলের গলাটাই চেন্জ হয় নাই এরপর শালার উদ্দেশ্যে একটা তালি দিলাম .. হিরোরা আসলে মরতে মরতে মরে না হিরোরা আসলে মইরাও বাইচা থাকে
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।