আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীতে ফিরে এসেছে ডাইনোসর!

এক্সট্রা এনার্জি এক্সচেঞ্জার বহুকাল আগে আমাদের পৃথিবী নামক গ্রহটিতে ডাইনোসরের রাজত্ব ছিল। ধারণা করা হয়, প্রায় ৭ কোটি বছর আগে ডাইনোসররা কোন এক মহাজাগতিক বিপর্যয়ের কবলে পরে বিলুপ্ত হয়ে গেছে। তবে আপনি জেনে অবাক হবেন, এখনও প্রাগৈতিহাসিক এই ভয়ানক প্রাণীটির দেখা পেতে চান কিংবা তাদের কান ফাটানো গর্জন শুনতে চান তাহলে যেতে হবে অস্ট্রেলিয়ায়। সেখানকার এক উদ্যানে আগের মতোই দাপিয়ে বেড়াচ্ছে ১৫০টির ভয়ানক সব ডাইনোসর! অস্ট্রেলিয়ার এক ধনকুবের দেশটির দ্য পালমার কুলাম রিসোর্টে নিজ উদ্যোগে খুলেছেন পৃথিবীর সবচেয়ে বড় ডাইনোসর পার্ক। আর এই পার্কেই এখন দাপিয়ে বেড়াচ্ছে মাংশাসী টাইরানোসরাস রেক্স কিংবা ওমিসরাস ডাইনোসরের মতো ভয়ঙ্কর সব ডাইনোসরেরা।

অবাক হওয়ার কোন কারণ নেই। কারণ সব ডাইনোসরই আসলে এক একটা রোবট। তবে দুঃসংবাদ হলো দর্শণার্থীদের উপচে পড়া ভিড়ের কারণে পার্ক কর্তৃপক্ষ আগামী কয়েক মাস সেখানে প্রবেশাধিকার সংকুচিত করেছে। এই কয়েক মাসে প্রতিদিন শুধু মাত্র হাতে গোনা কিছু সংখ্যক দর্শকই এইসব রোবট ডাইনোসর দেখার সুযোগ পাবেন। এসব ডাইনোসরদের ভয় পাওয়ারও কোন কারণ নেই।

এই ডাইনোসর রোবটগুলো কখনও দর্শণার্থীদের আক্রমণ করবে না। কেবল প্রাকৃতিক পরিবেশে থেকেই মাঝে মাঝে গর্জন করবে এবং চোয়াল ও ঘাড় নাড়াবে। খবরের লিঙ্কঃ www.sciencetech24.com  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।