আমাদের কথা খুঁজে নিন

   

এ কোন পৃথিবীতে বাস করছি!!!



ছবির এই ব্যাক্তির কুকর্মের কথা নতুন করে বলার কিছু নেই। অস্ট্রিয়র জোসেফ ফ্রিটজেলের বিরুদ্ধে যে অভিযোগ তা লোমহর্ষক, বর্বর, মধ্যযুগীয়ও না, আদিযুগীয়। তার নিজের মেয়েকে ২৪ বছর ধরে একটি গোপন কক্ষে আটকে রেখে সেসময় ধর্ষন, ক্রীতদাসের মতো কাজ করানো আর তার ধর্ষকামীতার ফসল হিসেবে ৭টি সন্তানের ভূমিষ্ঠ হওয়ার খবরে ঘৃণা, ক্ষোভ, লজ্জা, কিভাবে অনুভূতি প্রকাশ করা যায় ভেবে পাচ্ছিনা। শেষ পর্যন্ত মেয়েকে খুনও করে সে। কিছু সংখ্যক মানবাধিকারকর্মী আর ক্রিমিনোলজিষ্টরা যখন বলেন, যে এটা একটা সাইকোপ্যাথিক ফেনোমেনা, তখন প্রশ্ন জাগে, দীর্ঘ দুই আড়াইযুগ ধরে সে যে পরিবেশে,সমাজে বেড়ে উঠেছে সেটা কেমন ছিলো? তার এই পরিণত হয়ে ওঠা কি কাওকে আক্রান্ত করেনি?করে তোলেনি সন্দিহান? মানসিক বৈকল্যর একটা সীমা থাকবে তো! এতো দীর্ঘ সময় ধরে কিভাবে একটা মানুষ বমেন পাশবিক কান্ড ঘটাতে পারে? মানব সমাজে এমন পশু কিভাবে জন্ম নিলো, কিভাবে বেড়ে উঠলো ভেবে পাইনা। এতোদিন তার বিরুদ্ধে অভিযোগগুলো ছিলো অনেকটা একতরফা, যেহেতু নিজেকে বরাবরই এসবের উর্ধ্বে দাবী করে এসেছে সে। কিন্তু আজ প্রথমবারের মতো সব অভিযোগ স্বীকার করে নিলো সে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।