আমাদের কথা খুঁজে নিন

   

দক্ষিণের জানালা হয়ে গেছে বন্ধ

আমার না বলা যত কথা ভালবাসা উঁকি দিয়েছিল দক্ষিণের জানালা দিয়ে নিটোল পায়ে আলতা রাঙিয়ে নূপুর পরে নেচেছিল মনের বারান্দায় রুমঝুম ঝুম- রুমঝুম ঝুম; স্বপ্নের মোহনায় ভাসাতে চেয়েছিল দুকূল ছাপিয়ে। হৃদয়ে কড়া নেড়ে হাঁপিয়ে চলে গেছে দূর- সুদূরে--- জীবন নদীর তরী বাইতে বাইতে ছিলাম বড্ড ক্লান্ত; কখন যে এসে হৃদয়ের বাম পাশটায় টোকা মেরে গেছে চলে--- এতো ঝামেলায় আজ আর তা মনে নেই! দক্ষিণের জানালা হয়ে গেছে বন্ধ অজানা কোনো এক ভুলে---

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.