আমাদের কথা খুঁজে নিন

   

খলিল ও খোরশেদ ঢাকা উত্তর ও দক্ষিণের প্রশাসক হচ্ছেন

সরকারের অতিরিক্ত সচিব খলিলুর রহমান ও খোরশেদ আলম চৌধুরীকে ঢাকা সিটি করপোরেশনের উত্তর ও দক্ষিণের প্রশাসক নিয়োগ করা হচ্ছে। গত শুক্রবার রাতে স্থানীয় সরকার (জেলা পরিষদ) (সংশোধন) আইন-২০০১, সরকারি ছাপাখানায় ছাপানো হয়েছে। গতকাল ছুটির দিনেও স্থানীয় সরকার বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় খোলা রাখা হয়। স্থানীয় সরকার বিভাগ থেকে এদের নাম প্রস্তাব করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সারসংক্ষেপ পাঠানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গতকালই অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়।

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা যায়, খলিলুর রহমান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিবের দায়িত্বে রয়েছেন। অতিরিক্ত সচিব খোরশেদ আলম চৌধুরী জনশক্তি প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক। এদের কাকে ডিসিসির কোন অংশের দায়িত্বে দেয়া হবে তা এখনও স্থির করা হয়নি। এদের নিয়োগ দেয়ার পরই দু’জন প্রধান নির্বাহী অফিসার নিয়োগ করা হবে। অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদ বর্তমানে ডিসিসির সিইও পদে কর্মরত রয়েছেন।

একই পদমর্যাদার একজনকে তার উপরে প্রশাসক নিয়োগ করায় আজাদকে সরিয়ে আনা হচ্ছে। ডিসিসি উত্তর ও দক্ষিণে দু’জন যুগ্ম সচিবকে সিইও পদে নিয়োগ দেয়া হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.