আমাদের কথা খুঁজে নিন

   

ইউক্রেনে সেক্স বাণিজ্য অন্য সাজে রঙ্গবালারা

ইউরো আসরকে সামনে রেখে ইউক্রেনের সেক্সকর্মীরাও বিদ্যা-বুদ্ধি চর্চায় ব্যস্ত। এবারের আসরের ১৬ দেশের কৃষ্টি ও ইতিহাস নিয়ে বিস্তর পড়াশোনা করছেন ইউক্রেনের প্রমোদবালারা। শিখে নিচ্ছেন ফুটবল খেলার আইনকানুন ও টুকিটাকি। আর এ নিয়ে নিজেদের সমৃদ্ধ জ্ঞানের বিষয়টি প্রচারে রাখছে ইউক্রেনের আকর্ষণীয় সব রঙ্গবালারা। ব্যক্তিগত ও সেক্স বিষয়ক অন্য ওয়েবসাইটগুলোয় এ নিয়ে চলছে নিয়মিত প্রচার।

ইউরো আসরে ফুটবল খেলা দেখতে আগন্তুক পর্যটকদের এসব প্রমোদবালার সঙ্গ কামনায় আগ্রহ বাড়াতেই এমন উদ্যোগ ইউক্রেনের সেক্সকর্মীদের। ইউরোপের ক্রীড়ার এ বিশাল যজ্ঞে ইউক্রেনের রঙ্গবালারা আগত পর্যটকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে- এমন ধারণার প্রকাশ দেখা যায় মিডিয়ার খবরেও। কিন্তু খবর এটুকুই নয়, আছে টুইস্টও। রোমান্টিক এই আলাপে ‘কাবাব মে হাড্ডি’ও আছে। নিজ দেশের সেক্সকর্মীদের এমন মাতামাতি পছন্দ করছেন না ইউক্রেনের নারীবাদীরা।

প্রতিবাদ জানাচ্ছে এমন সংগঠনগুলোও। কিন্তু সমস্যা অন্যখানে। এমন ঘটনার প্রতিবাদটাও আবেদনময়। নিজেদের কাপড় খুলে ফেলছেন তারা প্রতিবাদে। নগ্ন হওয়াটাই এসব নারীবাদীদের প্রতিবাদ।

পেশাদার যৌনকর্ম শাস্তিযোগ্য অপরাধ বিবেচিত হতো সোভিয়েত ইউনিয়ন ও পরে স্বাধীন ইউক্রেনে। তবে আইন বদলে ইউক্রেনে যৌনবৃত্তি সামাজিক অন্যায় হিসেবে বিবেচিত হচ্ছে ২০০৬ সাল থেকে। এমন কর্মে ধরা পড়লে দশ-বিশ ডলার জরিমানায় ঝামেলা চুকিয়ে ফেলতে পারে এখনকার যৌনকর্মীরা। সাবেক সোভিয়েত রাষ্ট্র ইউক্রেনের রঙ্গ-রমণীদের আলাদা পরিচিতি অনেক দিনের। দেশটিতে কমবেশি ৮৩ হাজার রমণী সেক্স কর্মে নিয়োজিত, যার ১১ হাজারের বিচরণ রাজধানী শহর কিয়েভে।

এ পরিসংখ্যান আন্তর্জাতিক সংস্থা এইডস এলায়েন্স-এর। ইউক্রেনে এইডস আক্রান্ত যৌনকর্মীদের উচ্চহার নিয়েও সতর্কতা রাখছে সংস্থাটি। ইউক্রেনের সেক্সকর্মীদের নানা উছিলা নিয়ে এমন চারা দিয়ে ওঠা এবং পর্যটকদের এতে আগ্রহের খবর প্রকাশে প্রতিবাদ মুখর দেশটির নারীবাদী গ্রুপগুলোও। প্রতিবাদ জানাতে কথায় কথায় নিজেদের কাপড় খুলে ফেলার জন্যও আলাদা পরিচিতি আছে ইউক্রেনের নারীবাদীদের। এদের অন্যতম সংগ্রঠনটি ‘ফেমেন’।

নগ্ন হয়ে প্রতিবাদ জানানোটা এদের ধরন। ইউরো দেখতে ইউক্রেন সফরে পর্যটকদের পরিকল্পনার বড় অংশজুড়ে রয়েছে ‘সেক্স’- এমন খবরে ফেমেন’র স্লোগান ‘ইউক্রেন কোন গণিকালয় নয়’। সূত্র:মানভজমিন  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.