আমাদের কথা খুঁজে নিন

   

ইউক্রেনে অন্তর্বর্তী সরকারের নাম ঘোষণা

ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রধান বিক্ষোভশিবির ‘ময়দানে’ দেশটির নতুন অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভার নাম উপস্থাপন কর‍া হয়েছে। এতে প্রধানমন্ত্রী হিসেবে আরনি ইয়াটসেনায়ুকের নাম ঘোষণা করে ময়দান পরিষদ।

আগামী ২৫ মে’র আগাম প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত ফাদারল্যান্ড পার্টির নেতা ও পার্লামেন্টের সাবেক স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী আরনি ইয়াটসেনায়ুককে মন্ত্রিসভার নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে পরিষদ।

মন্ত্রিসভার সদস্য হিসেবে বিক্ষোভকারীরা ময়দান থেকে আভাকোব ও আরোশ আরোশ নামও উচ্চারণ করেন। গত সপ্তাহে প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের অপসারণের পর এ নতুন সরকারের মন্ত্রিসভার নাম ঘোষণা করে বিক্ষোভকারীরা।

অবশ্য ইউক্রেনে নয়া অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভা গঠনে বৃহস্পতিবার এমপিদের দ্বারা পার্লামেন্টে ভোট‍াভুটি হওয়ার কথা রয়েছে।

এদিকে, ইউক্রেনের বিধ্বস্ত অর্থনীতি মোকাবেলায় ১ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, ইউক্রেনের অর্থনীতিকে স্থিতিশীলতায় সহায়তা করতে ঋণ সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছে ওয়াশিংটন।

পাশাপাশি রাশিয়াকে সতর্ক করে তিনি বলেন, ইউক্রেনে সামরিক হস্তক্ষেপ করলে এটা মস্কোর জন্য বড় ধরনের ভুল হবে।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির সেনাবাহিনীকে ইউক্রেন সীমান্তে সামরিক মহড়া পরিচালনার নির্দেশ দিয়েছেন।

বুধবার তিনি সেনাবাহিনীকে এ নির্দেশ দেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.