আমাদের কথা খুঁজে নিন

   

হুজুগে

সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে..

হুজুগে
লুৎফুর রহমান

পরের মাথায় কাঁঠাল ভেঙে
কথায় কথায় 'ফাল মারে'
সকল কথায় মুখ যে ঢুকায়
না বুইঝা ফের তাল মারে।

কেউবা বলে "উলিত ফালার''
কেউবা বলে চিটার সে
চিইন্যা গেলে বলে লোকে
চারমুখি এক গীটার সে।

নিজকে ভাবে চালু অতি
পরকে ভাবে বোকা তাই
স্বার্থ নিতে দিতে পারে
সেই যে লোকে ধোকা ভাই।

কোনো দলের ধার ধারেনা
সরকারি দল তার নীতি
গদিতে যে থাকবে সে তার
শুনিয়ে দিবে চার গীতি।

যেই গীতিতে সুর থাকেনা
তেল লাগানো কথা ভাই
এমন লোকের কাণ্ড দেখে
আমিও সমাজ ব্যথা পাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।