আমাদের কথা খুঁজে নিন

   

কৃষকরা মহাসড়কে ধান ফেলে অবরোধ করছে আর সরকার করছে ধানের বদলে চাল কেনার চালবাজি

ধানের দাম না পেয়ে ক্ষুব্ধ কৃষক প্রতিবাদ বিক্ষোভ করছে আর সরকার কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান কেনার বদলে ফড়িয়া মিল মালিকদের সাথে চাল কেনার চুক্তি করছে! বোর ধান কৃষকের গোলা থেকে সস্তায় মহাজন, ফড়িয়া আর মিল মালিকদের কাছে সস্তায় স্থানান্তর সারা- এখন সরকার বাহাদুর নেমেছেন চাল কিনতে- যেন ফড়িয়া/মিল-মালিকরা সস্তায় কৃষকদের কাছ থেকে যে ধান কিনেছে- সেগুলো বেশি দামে সরকারের কাছে বিক্রি করতে পারে এবং বিনিময়ে নিজেদের কমিশন বাণিজ্য নিশ্চিত করতে পারে! সরকারি দলের লোকেরা চাতাল মালিকদের কাছে থেকে কোথাও কেজিপ্রতি ২ টাকা, আবার কোথাও কেজিপ্রতি ১ টাকা হারে কমিশন নিচ্ছে। কমিশন না নিতে পারায় কোন কোন জেলায় খাদ্য নিয়ন্ত্রকদের ওপর ঘটেছে হামলার ঘটনা। সময়মতো ধান-চাল কেনা শুরু না হওয়ার কারণে ইতিমধ্যেই দেশের ১ কোটি প্রান্তিক চাষি কম দামে ফড়িয়াদের কাছে তাদের উৎপাদিত ধান বিক্রি করতে বাধ্য হয়েছেন.... সরকারের ধান-চাল কেনার আসল চালবাজি হচ্ছে ফড়িয়াদের নিয়ে। খাদ্যমন্ত্রী চাল কেনার ঘোষণা দেন ২রা এপ্রিল। এর আরও প্রায় ২০ দিন আগে শুরু হয়েছে ধান কাটা।

গতকাল পর্যন্ত ধান কাটার শুরু থেকে অতিবাহিত হয়েছে ৮৬ দিন। দেশের প্রায় ১ কোটি প্রান্তিক চাষিদের বেশির ভাগই দাদনের টাকা নিয়ে ধান রোপণ শুরু করে। তাদের ধান কাটার শুরুতেই ধান বিক্রি করে দাদনের টাকা পরিশোধ করতে হয়। ধান কাটা শুরু হওয়ার পর ৮৬ দিন পর্যন্ত কোন কৃষকের পক্ষে ধান বিক্রির জন্য অপেক্ষা করা সম্ভব নয়। ওই দীর্ঘ সময়ে প্রান্তিক চাষিদের ধান কম দামে চলে গেছে মধ্যস্বত্বভোগী ফড়িয়াদের হাতে।

এখন সরকারকে চাল কিনতে হচ্ছে ফড়িয়াদের কাছ থেকে। সূত্র: ধান-চাল কেনা নিয়ে চালবাজি, দাম নিয়ে উদ্বেগ বিশ্বখাদ্য সংস্থার আর অন্যদিকে ধানের ন্যায্য দাম না পেয়ে মহাসড়কে ধান ফেলে অবরোধ করতে হচ্ছে কৃষকদের যদিও তাতে কারো টনক নড়ছে না, কারণ শাসক গোষ্ঠী যাদের স্বার্থ দেখে তাদের মধ্যে তো কৃষকরা পড়ে না। সরকারি পর্যায়ে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা ও আসন্ন বাজেটে কৃষি ভর্তুকি বাড়ানোসহ চার দফা দাবিতে গতকাল মঙ্গলবার যশোর ও মাগুরার কয়েক হাজার কৃষক যশোর-ঢাকা মহাসড়ক অবরোধ করে অবস্থান ধর্মঘট পালন করেছেন। যশোর-ঢাকা মহাসড়কের সীমাখালী ব্রিজের ওপর অবস্থান নেন কৃষকরা। জাতীয় কৃষক সমিতি যশোর জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

এ সময় ধানের ন্যায্য দাম না পেয়ে কৃষকরা রাস্তায় ধান ফেলে প্রতিবাদ জানান। সূত্র: কৃষকের কাছ থেকে ধান কেনার দাবিতে মহাসড়ক অবরোধ কৃষকের এই দাবী যদি না মানা হয়, যদি কৃষকের খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত না হয় তাহলে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে না, অচিরেই বাংলাদেশের কৃষকরা ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলবে, ফলে মূল্যবান বৈদেশিক মুদ্রা খরচ করে আন্তর্জাতিক বাজার থেকে বাংলাদেশকে ধান-চাল কেনার ধান্দায় নামতে হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।