আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টি বিলাসী...

আমার যা শ্রেষ্ঠধন সে তো শুধু চমকে ঝলকে, দেখা দেয়, মিলায় পলকে। বৃষ্টি নিয়ে আমরা কমবেশি সবাই রোমান্চ্ঞিত.....প্রকৃতির এই অপার সৌন্দর্য আমরা সবাই বেশ উপভোগ করি। আমার জন্ম আমার নানুর বাড়িতে...সে দিন নাকি বাইরে অঝোরধারায় বৃষ্টি হচ্ছিলো....তাই হয়তো আমি আমার নানুর বাড়ি আর বৃষ্টিকে বেশি ভালোবাসি। একটা সময় ছিলো যখন বৃষ্টি এলে আমাকে কেউ বাসায় আটকিয়ে রাখতে পারতো না..আমি ভিজবোই ভিজবো এ জন্য কত মার খেয়েছি আমার বাবার কাছে....শুধু বাবা বললে ভুল হবে আপু-ভাইয়ার কাছেও খেয়েছি...এর একমাত্র কারন ছিলো আমার ঠান্ডার খুব সমস্যা ছিলো...। আর মার বকা খাই বড় হয়ে....ছোটবেলায় বকা খাইনি কখনো....।

খুব মজা করে বৃষ্টিতে ভিজতাম ছোটোবেলায় নানুর বাড়িতে....বাড়িতে পাড়াপ্রতিবেশি যারা ছিলেন সবাই মিলে। খুব আনন্দ হতো...একজন আরেক জনের গায়ে কাদা মাখামাখি করতাম....পাশে একটা বিল (ওটা আসলে বিল ছিলো নাকি ঝিল ছিল এখন ঠিক মনে নেই)থেকে শাপলা তুলতাম,শালুক তুলতাম...যদিও আমার শালুক কখনও খাওয়া হয়নি...। শুনেছি খেতে নাকি অনেক মজা....তারপর মাছ ধরতাম..যে মাছ গুলো ধরতাম সেগুলো দিয়ে পিকনিক করতাম...কাগজের নৌকো বানিয়ে পুকুরে ছেড়ে দিতাম এতো সুন্দর লাগতো দেখতে কি বলবো আসলে নানুর বাড়িতে আমার অনেক অনেক মজার মজার স্মৃতি বলে শেষ করা যাবেনা। মাঝে মাঝে খুব ইচ্ছে হয় ছোটো বেলায় চলে যেতে....খুব মিস্‌ করি সেসব দিনগুলো। এখন আমি অনেক বড়...আগের মত হয়তো মজা করতে পারিনা ঠিক...বৃষ্টিতে ভেজাও হয় খুব মাঝে মাঝে...একা একা..।

আমার বান্ধবী গুলো খুবই বেরসিক...রসকস তাদের মধ্য একদম নেই বললেই চলে....আমার বান্ধবী মহাজনেরা বৃষ্টির জন্য আমার এমন পাগলামি দেখে আমার নাম দিয়েছে বৃষ্টি বিলাসী.. এখন বৃষ্টি হলে বাসায় বসে বসে প্রকৃতি দেখি আর গান শুনি...গান শুনতে শুনতে কখন যে কাঁথা মুড়ে দিয়ে ঘুমের ঘোরে স্বপ্ন দেখা শুরু করি নিজেও জানি না। বৃষ্টির সময় আমি যে গান গুলো প্রায় শুনি এবং আনমনা হয়ে যাই তার দু একটা গান এখানে দিলাম.... এই গান টা জানিনা কেনো আমার এতো প্রিয়......হয়তো কিছু হারিয়েছি তাই.... এই গানটা শুধুই কল্পলোকের মানুষটির জন্য....... আমি যে এখন গৃহবন্দি....আমার অস্হিরতা এই গানটায় ফুটে উঠেছে.... আমি খুব গান পাগল মেয়ে...ছোটোবেলায় খুব ইচ্ছে ছিলো গান শেখার কিন্তু তখন শেখা হয়নি..তাই বড় হয়ে সে ইচ্ছেটা পূরণ করলাম..... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.