আমাদের কথা খুঁজে নিন

   

♫♫♫বৃষ্টি বৃষ্টি-ন্যান্সি (বরাবরের মতোই একটি অসাধারণ Unreleased track...)

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

ন্যান্সির গাওয়া অসাধারণ একটি গান হচ্ছে "বৃষ্টি বৃষ্টি"।

গতকালকের বৃষ্টির সময় এই গানটিকে খুব মিস করছিলাম। কিন্তু কি করবো বলুন...? গানটা যে আনরিজিলজ্। তাই আমার কাছে ছিলনা। যেটা ছিল সেটা শোনার চেয়ে না শোনা বহুগুনে ভাল। আজকে সকালে বহু খোজাখুজির পর অবশেষে পাওয়া গেল সেই কাংখিত গানটির ফুল ভার্সন।

এর আগে যেটা ডাউনলোড করেছিলাম সেটা ছিল ডেমো। গানের মাঝখান থেকে। কোয়ালিটিও যাচ্ছেতাই। কিন্তু এবার অনেক খুঁজে একটা ফুল ভার্সন পেলাম আজ সকালে। একটুও দেরী না করে টাইপ করে ফেললাম লিরিক্স।

কিন্তু ঝামেলা দেখা গেল গান আপলোড করা নিয়ে। যতো চেষ্টা করি মোটে আপলোড হয়না। শেষমেষ অনেক চেষ্টার পরে 4shared অন করে আপলোড করলাম। তাও আবার 320kbps এর গানকে 128kbps কোয়ালিটিতে কনভার্ট করে। আমি যেখান থেকে সরাসরি ডাউনলোড করেছিলাম সেখানকার লিংক দিয়ে দিতে পারতাম।

কিন্তু তাহলে আইডিএম যারা ব্যবহার করেনা তাদের কিছুটা বিপাকে পড়তে হতো। কারণ, ডাইরেক্ট ডাউনলোড করার কোন অপশন আমি সেখানে পাইনি। গানটা প্লে হবার সময় আইডিএম দিয়ে ডাউনলোড করে ফেলেছি। কথা আর না বাড়িয়ে গানটিকে শেয়ার করছি আপনাদের সবার সাথে... লিরিক্স::: বৃষ্টি বৃষ্টিতে ভিজি সারাক্ষণ, চোখ দিয়ে কেন তুমি ছুঁয়েছ এ মন। বৃষ্টি বৃষ্টিতে ভিজি সারাক্ষণ, চোখ দিয়ে কেন তুমি ছুঁয়েছ এ মন।

এতো করে কেনো তুমি ডাকো, তবুওতো দূরে দূরে থাকো; তোমাকে আমার বড় প্রয়োজন। স্বপ্নের সাঁকো বেয়ে হেটে যাবো বহুদূরে দাওনা বাড়িয়ে দূ হাত, শিশির চাদরকাচা সবুজ ঘাসে আঁকা কাটাবো জোনাকি রাত। স্বপ্নের সাঁকো বেয়ে হেটে যাবো বহুদূরে দাওনা বাড়িয়ে দূ হাত, শিশির চাদরকাচা সবুজ ঘাসে আঁকা কাটাবো জোনাকি রাত। এতো করে কেনো তুমি ডাকো, তবুওতো দূরে দূরে থাকো; তোমাকে আমার বড় প্রয়োজন। মন তুই ও পাখি কেন এতো ডাকাডাকি সারাবেলা সারাক্ষণ, নিয়ে যাবো বহুদূরে সীমানাকে ছাড়িয়ে খুঁজে পেতে নতুন জীবন।

মন তুই ও পাখি কেন এতো ডাকাডাকি সারাবেলা সারাক্ষণ, নিয়ে যাবো বহুদূরে সীমানাকে ছাড়িয়ে খুঁজে পেতে নতুন জীবন। এতো করে কেনো তুমি ডাকো, তবুওতো দূরে দূরে থাকো; তোমাকে আমার বড় প্রয়োজন। ডাউনলোড লিংক (4shared) 128kbps আমি যেখান থেকে ডাউনলোড করেছিলাম। 320kbps (আইডিএম ব্যবহারকারীদের জন্য। আইডিএম ব্যবহার না করে যদি ডাউনলোড করা যায় তাহলে পোস্টে জানাবেন।

আমি জীবনে কোনদিন এই সাইট ইউজ করিনাই। সুতরাং কিছুই জানিনা এই সাইটের ব্যাপারে...)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.