আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টি হৈলেই মনডা এইরম উদাস ঠ্যাকে ক্যান? বৃষ্টি আর মনের রসায়ন টা কি?

আমার এই পথ চাওয়াতেই আনন্দ........

এইডা কৈলাম একটা আসলেই সিরিয়াস বিষয়, ভাই/ভইনেরা। অফিসে/চেম্বারে আইজ চরম কামের প্রেশার। হেব্বি দৌড়ের উপ্রে বাসাথ্থিকা বাইরুইলাম। আসমানে মেঘ দেইখ্যা পরথমে ভুরু কুচকাইলাম। ম্যালা কাহিনী কৈরা রিক্সা পাইলাম।

অথচ সকাল বেলার ঝিরিঝিরি বরষায় হুড খোলা রিক্সা দিয়া আসতে আসতে মাথা থ্থিকা সব মামলা-মোকদ্দমা, আইন-কানুন, মক্কেল-ফক্কেল সব ধুইয়া ফক ফকা হৈয়া গেল গা। আহারে .............. মনডা কিরাম খালি উদাস-উদাস ঠ্যাকে। আর খালি পুষ্পিতা ভইনের মতো "কি জানি কিসেরও লাগি প্রাণ করে হায় হায়......." মনে হৈতাছে এই সব ালের কেস-ফেস, ফাইল-ফুইল ফালাইয় থুইয়া যাইগা "ঘন-ঘোর বরিষায়"। মনে হৈতাছে মহাকাব কালিদাস ঠাকুর্দারে খপর দিয়া আইনা হ্যার কাছ থিকা 'মেঘদুতম' হুনি। মনে হৈতাছে বুইড়া রবীন্দ্রনাথ দাদুরে নিয়া ঝুম বৃষ্টির মইধ্যে নীপবনে ছাইড়া দিয়া আসি।

আরেক্টা/আরেকজনের কথা মনে আস্তিছে, সেইগ্লা আপ্নেগোরে কমুনা কথা নাই বার্তা নাই ধুম কৈরা বুকের ভেতর হানা দেয় বুইড়া ঠাকুর- "ভরা বাদর মাহে ভাদর, শূণ্য মন্দির মোর........." এইজন্যই গিয়ানী গুনী সমাজের সবাইরে জিগাই, আসলে কাহিনীডা কি? বৃষ্টি আর আম্গোর মন এই দুইডার মধ্যে কি এমুন রসায়ন কাম করে ?? এমনে সব ঠিক ঠাক, অথচ যেই বৃষ্টি নামে সাথ্থে সাথ্থে কানের মইধ্যেমেঘ-মল্লার, মাথার মইধ্যে বুইড়া রবীন্দ্রনাথ। হালায়, আজিব দুনিয়া। যাউকগা, এই নেন বৃষ্টি উপলক্ষে আপ্নেগোর লিগা একটা টি শার্ট গিপ্টাইলাম- অরিজিনাল ছবিটা দেখেন- আসেন উপ্রের ছবিটারে আই মিন বৃষ্টিরে ফ্রেমে বাইন্ধা থুই-

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.