আমাদের কথা খুঁজে নিন

   

ধূমপান মুক্ত কক্ষ নয়, চাই ঘুষ ও দুর্নীতি মুক্ত কক্ষ

চোখে যা দেখি, কানে যা শুনি, তা নিয়ে কথা বলবোই ! মাননীয় অর্থমন্ত্রী যথার্থ বলেছেন, বিচার প্রশাসন থেকে থানা পর্যন্ত দুর্নীতি বিস্তৃত সর্বত্র। তিনি আরো বলেছেন, সংসদ ও বিচার প্রশাসনে, কর আদায়কারী সংস্থায়, পুলিশ বিভাগে, ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি রয়েছে । দেশের শিক্ষা ও স্বাস্থ্য-এ দুই খাত ব্যাপক দুর্নীতিগ্রস্ত। অর্থমন্ত্রীর এ সব বিভাগের দুর্নীতির কথা সকলেরই জানা বরং ভোক্তভোগীরা আরো বেশী জানে । জেনে তো লাভ নেই বরং কোন বিভাগে দুর্নীতির পরিমান কমলো সেটা জানার বিষয় ।

মন্ত্রী মহোদয় সেই খবর দিতে পারেনি । আমরা আমজনতা ভালো ভাবেই বুঝি, দুর্নীতি একেবারে সমূলে উদপাটন হবে না, তাই বলে চেষ্টা করা যাবে না ? কই কোন মন্ত্রীকেও সেই চেষ্টা করতেও দেখি না । কোন একজন মন্ত্রী সাহস করে শুরু করুন বা ঘোষনা দিন আমার এই বিভাগ বা এই দপ্তর ঘুষ মুক্ত । যেমন- কর্মকর্তাদের কক্ষে লেখা থাকে ধূমপান মুক্ত, ধুমপান না করার জন্য ধন্যবাদ । তদ্রুপ চাই ঘুষ মুক্ত কক্ষ বা হয়রানি মুক্ত সেবা নেওয়ার জন্য ধন্যবাদ ।

অর্থ মন্ত্রনালয়ের অধীনে উপজেলায় একটি দপ্তর রয়েছে, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয় । অর্থমন্ত্রীর কাছে নিশ্চয় খবর আছে-এ অফিসের দুর্নীতির বা সরকারী কর্মচারীদেরকে ভোগান্তির চিত্র । জানি, আপনি ও পারবেন না সারা দেশের হিসাব রক্ষণ অফিস দুর্নীতি মুক্ত করতে । আপনার নিজের নির্বাচনী এলাকা সিলেট-১ আসন দিয়ে শুরু করুন, ঘোষনা দিন সিলেট সদর ও কোম্পানীগঞ্জ এর হিসাব রক্ষণ অফিস ঘুষ মুক্ত, হয়রানী মুক্ত । ধরা পড়লে চাকুরীচু্ত ।

দেখি, কার ঘাড়ে কয়টি মাথা আছে যে ঘুষ খাবে, জনগণকে ভোগাবে । মাননীয় অর্থমন্ত্রী, আপনি বিদ্ধান লোক, আপনার এলাকার জনগনের ভোগান্তি / দুর্নীতি যত দ্রুত হ্রাস করতে পারবেন, ততই আপনার ও আপনার দলের সুনাম বৃদ্ধি পাবে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.