আমাদের কথা খুঁজে নিন

   

তারপরেও কি আমরা ধূমপান ছাড়তে পারবো না? তারপরেও কি বলব ধূমপান জিন্দাবাদ? (আসুন, নিজে বুঝি এবং অপরকে বুঝাতে সাহায্য করি)

"মাসুদ পারভেজ মিঠু" দ্যা "পেক পেক পেক" বয়!!! ধূমপান ছাড়তে পারাটাকে আমরা অনেক কষ্টসাধ্য কাজ মনে করি। কিন্তু এর কিছু ভয়াবহতা দেখলে মনে করবেন যে ছাড়লেই ভালো থাকবেন। আসুন কিছু ভয়াবহতা দেখি। নিশ্চয়ই সবার কাঙ্ক্ষিত ঠোঁটটিকে আমরা এমন অবস্থায় দেখতে চাইব না!! এই সুন্দর পৃথিবীতে ওকে আসতে না দেওয়ার কোন অধিকার আপনার নেই। এইভাবে কি আপনাকে সুন্দর দেখাবে? আপনি নিজেকে এই অবস্থায় দেখতে চান কি চান না? সিদ্ধান্ত আপনার হাতে।

ভালো লাগছে নিজেকে এই অবস্থায় ভাবতে? এইসব শ্রী নিশ্চয়ই আপনার কাম্য নয়। এই বেহাল দশা থেকে মুক্তি মেতেই হবে। আঙ্গুল তোলে কথা বলতে পারবেন না! এই ধুমপান আপনার আশেপাশেই থাকবে সবসময়। তাকে ত্যাগ করুন। জীবন সায়াহ্ণে এসে উপলব্ধি করলে কোন লাভ হবে না।

যা করার আগেই করতে হবে। নিজের ফুসফুসকে এইভাবে নিশ্চয়ই দেখতে ভালো লাগবে না। আপনার সুন্দর চোখ!! কাম্য? দেখেন কে কারে খায়? (কার্টুনটি প্রথম আলো বন্ধুসভার এক বন্ধুর আঁকা। ) আপনি না চাইলেও ধুমপান আপনাকে এই দিকেই নিয়ে যাবে। নিজের পরিবর্তিত রূপ! পরিবারের প্রতি এই আপনার ভালোবাসা? ধ্বংসের পথে যাওয়ার সময়ও নিয়ে যেতে চান? লাশ তো হতেই হবে।

কিন্তু এইভাবে? আমরা কি পারি না এইগুলোকে এইভাবে পুঁতে ফেলতে? জীবনটাকে সুন্দর করতে? নিশ্চয়ই পারি। আসম্ভব কিছু না। দরকার একটু চেষ্টা। আশা করি সকল ধূমপায়ী এই চেষ্টা করবেন। পরিবারের জন্য হলেও তো বেঁচে থাকতে হয়।

এইটা যে একটা আজাইরা পোষ্ট মাঝে মাঝে ভুলে যাই। নিজের বাবারে বলতে বলতে পাগল আমি। অন্যদেরকে কি বলব। তারপরেও দিয়ে যাই। দেখি কি হয়।

সবাই ভালো থাকবেন? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.