আমাদের কথা খুঁজে নিন

   

শুকনো স্বপ্ন....

শুকনো ক্ষোভের মত শুকনো একটি মন তার পড়তে পড়তে আছে শুকনো ভালবাসা, সে ভালবাসা ঘেরা রয়েছে শুকনো প্রেমে, তবে প্রেমটি রয়েছে একটি ভেজা মনে। ভোরবেলা ময়না পাখিটি যখন ডেকে ওঠে মনে হয়, তুমি কবে ময়না হবে? আমায় ডাকবে অমন করে। আচ্ছা তুমি কি কুয়াশা হবে? জড়িয়ে ধরবে কুয়াশার মত করে। তুমি কি ঘরের উঠানের বকুল ফুল হবে? শুভ্রতা ছড়াবে সারাদিন, সারাবেলা। তোমাকে আমি চাই আমার রুমালের মত করে তোমার পরশ বুলিয়ে দেবে আমায় দুপুরের রোঁদে । তুমি কি হবে কাঠফাটা রোঁদে বসন্তের হাওয়া? ছুয়ে যাবে মন, আমার সত্ত্বা। কল্পনার রঙ যদি তুমি হও আমি দেব তোমায় একরাশ রংধনু, এক ফালি চাঁদ; তুমি কি হবে – হবে আমার?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।