আমাদের কথা খুঁজে নিন

   

শুকনো অশ্রুজলে ভেঁজা আঁখি..

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..

সবাই মিলে যেমনি করে দিল আমায় দুখ, তেমনি করে তুমিও সখি ভাঙলে এই বুক ? বুকের মাঝে দেবতার সাজে বসিয়েছিলে যাকে, মনটা তোমার কাঁপলনাগো ? কষ্ট দিতে তাকে। যাকে একদিন বলেছিলে তুমি তোমার ভালবাসা, তাকেই কিনা ঠেলে দিলে দূরে ? গুড়িয়ে সকল আশা। মনের কথা খুঁজলে না বুকের ব্যথা বুঝলে না শত ডাকেও আসলে না ভাল আমায় বাসলে না.. হারিয়ে গেলে আমায় ফেলে উড়াল দিয়ে ডানা মেলে.. একলা আমি কান্নার সাথী কান্না আসে দিবা-রাতি.. ঝাপসা জলও শুকিয়ে শেষে মরুর তাপে জ্বলছি হেসে.. আমার সময়ও কাছাকাছি থাকবনা এই ধরায় বাঁচি যাব এবার মৃত্যুর কোলে সুখের মরণে দুখের ছলে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।