আমাদের কথা খুঁজে নিন

   

উৎসর্গ



আমি মৃত মানুষ দেখেছি, মরতে দেখিনি
কাদতে দেখেছি, কান্না দেখিনি ।
আমি সূর্য দেখেছি, সকাল দেখিনি
আমি আকাশ দেখেছি, বিকাল দেখিনি ।
আমি অন্ধকার দেখেছি, রাত্রি দেখিনি
চাঁদ দেখেছি, চাদের আলো দেখিনি ।
আমি ফুল দেখেছি, কাটা দেখিনি
বিরহিত মানুষ দেখেছি, কষ্ট দেখিনি ।
খোলা প্রান্তর দেখেছি, বিশালতা দেখিনি
আমি ভয় পেয়েছি, ভুত দেখিনি ।
আমি চোখ দেখেছি, কান্না দেখিনি
আমি ভালবাসতে দেখেছি, ভালোবাসা দেখিনি ।
না না না আমি ভুল বলেছি ভুল বলেছি
আমি মরতে দেখেছি, কান্না দেখেছি
সকাল, বিকাল, রাত্রি, জোসনা, কাটা,
কষ্ট, বিশালতা, ভুত, কান্না, ভালবাসা...
সব দেখেছি, অবশেষে ভালবাসতে শিখেছি ।

Only for Shagor Adnan

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।