আমাদের কথা খুঁজে নিন

   

উৎসর্গ

আজ রাতটা উৎসর্গ করলাম তোমাকে কেমন যেন একটা স্নিগ্ধতা আছে এর মাঝে খুব ভালো লাগছে এই পরিবেশ ঠিক যেন তোমার সাথে কাটানো কিছু সময় তোমার সাথে হেটে যাওযা কোন দূর্গম পথে তোমার রেখে যাওয়া অনুভূতির আবেশ। ওই তারাগুলোও উৎসর্গ করলাম তোমায় চাঁদটা আমার জন্যেই থাক কেন মিছিমিছি তোমায় আগলে রাখতে চাইবো? এর পরিবর্তে মেঘগুলো তোমার হয়ে যাক ঘুরে আসো মেঘের ভেলায় ভেসে পাড়ি দিয়ে আসো তোমার স্বপ্নের রাজ্যে ফিরে এসে ধার দিও মেঘ তোমার আমিও হারাবো আমার স্মৃতির সাথে। স্বপ্নগুলোর দিকে যখন ফিরে তাকাই, সব অচেনা মনে হয় স্বপ্নের সেই মোহনায় আমার বাস্তবতা আটকে রয় জানি সব মিথ্যে! জানি সব পিছুটান আমার জানি এটি আঁকড়ে ধরবে আমায় এটিই কারণ নিজেকে হারাবার। বাঁচতে তুমি চাও আমি চাই শুধু তোমায় আমার স্বপ্নগুলো নিয়ে বাঁচতে পারবে তুমি উৎসর্গ নাহয় করলাম এই জীবনটা তোমায়.................. Courtesy: A.H.M. Sujauddin Chowdhury(http://www.facebook.com/ares.ashik)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।