আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকাবাসী এবং BEAR GRYLLS [MAN VS WILD] এর মধ্যে পার্থক্য কোথায়?

আমি প্রায় সময় যখন টিভি দেখতে যাই তখন দেখি আমার ছোট ভাগ্নে ডিসকভারি চ্যানেল খুলে বসে আছে।আর ডিসকভারি চ্যানেলে আমার ভাগ্নের প্রিয় অনুষ্ঠান একটাই যার নাম MAN VS WILD,এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন BEAR GRYLLS নামে একজন সারভাইভাল এক্সপার্ট যেখানে কিনা ভদ্রলোক দর্শকদেরকে বুঝানোর চেষ্টা করেন কিভাবে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে হয়।প্রতিকূল পরিবেশে লড়াই করে বেঁচে থাকাটাই হচ্ছে অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয়। আমার কথা হচ্ছে আমরাও কোন অংশে BEAR GRYLLS এর চেয়ে কম নই।কারন আমরা ঢাকাবাসীরা যেভাবে প্রতিনিয়ত গ্যাস,বিদ্যুৎ এবং পানি ছাড়া এই জ্যামের নগরীতে বসবাস করছি সেটা প্রতিকুলতার বিচারে কোন অংশেই BEAR GRYLLS এর চেয়ে কম নয়। প্রতিকূলতাই যেখানে মূল কথা সেখানে আমি বলবো বরং ক্ষেত্র বিশেষে,আমরা BEAR GRYLLS কে ছাড়িয়ে গিয়েছি কারণ BEAR GRYLLS প্রতিটি সিজনে দর্শকদেরকে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার কিছু পদ্ধতি শেখান এবং প্রতিটি পর্বেই উনি একটি ম্যাসেজ দেন যে, প্রতিকূল পরিবেশে পড়া মানে অফুরন্ত প্রানশক্তির পরীক্ষা দেয়া সুতরাং ভেঙ্গে পড়লে চলবে না। BEAR GRYLLS প্রতিটি সিজন শেষে হয়তোবা বাড়ি ফিরে যান কিন্তু আমরা ঢাকাবাসীরা দিনের পর দিন ক্লান্তিহীনভাবে এই যুদ্ধ চালিয়েই যাচ্ছি,প্রানশক্তির বিচারে তাই আমরাই জয়ী.........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.