আমাদের কথা খুঁজে নিন

   

শ্রাবন মৌসুমির প্রেমে ঢাকাবাসী নাকাল

ঝড় এসেছে, ওরে, এবার ঝড়কে পেলেম সাথি॥

বিগত দুদিন যবৎ শ্রাবন তার প্রিয় মৌসুমি বায়ুর সাথে প্রেম করে সারা দেশবাসীকে প্রেমসুধায় সিক্ত করেছে - কিন্তু ঢাকা বাসীর হয়েছে বিপদ, প্রথমে ভালো লাগলেও দুইদিনের টানা ভালোবাসাবাসিতে সিক্ত ঢাকাবাসী জলাবদ্ধতায় নাকাল। কেন এই জলাবদ্ধতা ? এর কি কোনো সমাধান নেই? আমার মনে হয় যে সেই ছোটকাল থেকেই ঢাকার এরকম অবস্থা দেখে আসছি---- বিগত ৩০ বছরে এই জলাবদ্ধতা বেড়েছে বই কমেনি। কোন সরকার, কোনো সিটি কর্পোরেশন ই এই বিষয় নিয়ে সজাগ ছিলো না। এই কয়েকদিন আগে আমাদের পুরো এলাকায় ঘটা করে ড্রেন ও নর্দমা পরিস্কার ও সংস্কারের কাজ হলো, এমনটা আরো অনেক এলাকাতেই লক্ষ্য করেছি (এই কাজটা যে বর্ষা শুরুর আগে করা উচিৎ সেটা পাগলেও বোঝে)। তারপর কি হলো? তারপর সেই ড্রেন/ নর্দমার ময়লাগুলো অপসারিত না হয়ে রাস্তার পাশেই পড়ে রইলো আরো ১০-২০ দিন যতক্ষন না সেগুলো বৃষ্টির পানিতে পুনরায় ড্রেনে ফেরত যেতে পারে, এই ১০-২০ দিন বোনাস হিসাবে পাওনা দুর্গন্ধ/যানজট/কন্টামিনেশন আর পরিধেয় নোংরা হবার কথা বাদই দিলাম। এরপর আসি পানি নিষ্কাশনের কথায়- বিভিন্ন সরকারের আমলে তো যথেচ্ছভাবে বিভিন্ন জলাশয় ভরাট হয়ে হয়ে এখন সারফেস ওয়াটার ধরে রাখার মতো তেমন কোনো জায়গা অবশিষ্ট নেই। তারপরো ঢাকাবাসীকে জলাবদ্ধতা মুক্ত রাখতে চতুর্পাশের বাধগুলোতে উচ্চ ক্ষমতা সম্পন্ন সারি সারি পাম্প মেশিন বসানো আছে- কিন্তু দুর্নীতি - চুরি আর রক্ষনাবেক্ষনের অভাবে সেগুলোর বেশীরভাগই থাকে অকেজো - অথচ প্রতি বছরই এগুলো রক্ষনাবেক্ষন করতে কোটি কোটি টাকা খরচ হয়। সবই আছে সবই হচ্ছে সাধারনের ভাগ্যে ঘন্টা!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।