আমাদের কথা খুঁজে নিন

   

জামাল আব্দেল নাসের

বলুনঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। [১৭:৮১-পবিত্র কুরআন] মিশরের দ্বিতীয় রাষ্ট্রপতি জামাল আব্দেল নাসের, যার নেতৃত্বে ১৯৫২ সালের মিশরীয় বিপ্লবের মধ্য দিয়ে মিশরের তৎকালীন রাজা প্রথম ফারুকের পতন ঘটে। এই বিপ্লবের মাধ্যমে নাসেরের বিশেষ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশ ঘটে যা সমন্বিত আরব জাতীয়তাবাদ বা প্যান-অ্যারাবিজ্‌ম নীতি নামে পরিচিত। ক্ষেত্রবিশেষে একে নাসেরবাদ বা নাসেরিজ্‌ম আখ্যাও দেয়া হয়।

নাসেরের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির দ্বারা প্রভাবিত হয়ে আলজেরিয়া, লিবিয়া, ইরাক, ইয়েমেনের মত মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোতে সমন্বিত আরব জাতীয়তাবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী চিন্তাধারার সূত্রপাত ঘটে। অনেকের মতে আরব ভূখন্ডে কম্যুনিজমের লাল থাবা ঠেকাতে নাসেরের ভূমিকা অতুলনীয়। তবে এটাও ঠিক যে, মুসলিম জাতীয়তাবাদ উপেক্ষা করে আরব জাতীয়তাবাদ গ্রহণ করার কারণে এ নাসেরিজম মতবাদ খুব বেশীদিন টিকতে পারেনি। আরবী ভাষাভাষী সকল দেশগুলো নিয়ে একটি বৃহৎ দেশ গঠণ করলে আরবরা হয়তোবা শক্তিশালী হবে কিন্তু তারা যদি মুসলিম জাতীয়তাবাদের উপরে আরব জাতীয়তাবাদকে প্রাধান্য দেয় তবে তাদের ধ্বংস অনিবার্য। নাসের সমন্বিত আরব জাতীয়তাবাদের স্লোগান তুলে জনপ্রিয়তা পেয়েছেন, সাফল্য পাননি।

তার সরকার মুসলিম জাতীয়তাবাদের অনুসারীদের নির্মূল করার আপ্রাণ চেষ্টা করে। সাইয়েদ কুতুব শহীদের মত ইসলামী চিন্তাবিদ এবং বিপ্লবী রাজনৈতিক সংগঠককে নাসেরের সরকার প্রহসনের বিচারের মাধ্যমে ফাঁসির আদেশ দেয় এবং পরবর্তীতে ফাঁসির আদেশ কার্যকর করে তাকে হত্যা করে। কুতুবের দল মুসলিম ব্রাদারহুডের কর্মীরা অমানুষিক নির্যাতনের শিকার হোন। ব্রাদারহুডকে দমণের এই উদ্দেশ্য যে সফল হয়নি তা বর্তমান ইতিহাসই সাক্ষ্য দিচ্ছে। মিশরে আজ ব্রাদারহুড ক্ষমতার খুব কাছাকাছি।

নাসেরিজ্‌ম মতবাদ দ্বারা অনুপ্রাণিত হয়ে লিবিয়ার গাদ্দাফী ও ইরাকে সাদ্দাম হোসেন ক্যু করে ক্ষমতা দখল করেন। ১৯৬৪ সালের গঠিত প্যালেস্টাইন লিবারেশান ফ্রন্ট (পিএলও)- এর প্রতিষ্ঠায় নাসের প্রভাবশালী ভূমিকা পালন করেছিলেন। জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামের সংগঠনেও নাসেরের ভূমিকা প্রধান ছিল। বিংশ শতাব্দীর উন্নয়নশীল রাষ্ট্রগুলোর রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী ব্যাক্তিত্ব নাসেরের জাতীয়তাবাদী চিন্তাধারা ষাটের দশকসহ পরবর্তীকালে মধ্যপ্রাচ্যে বিপুল জনসমর্থন লাভ করে। ১৯৫৬ সাল থেকে মৃত্যু পর্যন্ত তিনি মিশরের রাষ্ট্রপতি পদে আসীন ছিলেন।

বিঃ দ্রঃ নাসেরিজ্‌ম আমার আদর্শ নয়। আমার আদর্শ ইসলাম। আমার নামের প্রথম অংশ নাসের, তাই নাসেরের জীবণী নিয়ে একটু পড়াশুনা করার ইচ্ছা ছিল, যতটুকু জেনেছি তার আলোকেই এই পোস্ট। তথ্যসূত্রঃ Gamal Abdel Nasser জামাল আব্দেল নাসের  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।