আমাদের কথা খুঁজে নিন

   

সরকার এর গলা চাইপা ধরছে মনে হইতাছে।।।।

সরকারের রেপুটেশন খারাপ করতাছে কেডা তা সরকারের চোখের সামনে দেইখা ও না দেখার ভান করতাছে হা হা হা হাসি পাইতাছে। আমার হাসি পাইতাছে কেন তা সহজে সবাই বুইঝা জাইবো কোনো বেপার না। ১) পুলিশ মানুষের বন্ধু ছিল গত বছর পর্যন্ত [যদিও কথাটা সত্য নয় আমরা সবাই জাই] সরকার কইছে তাই কইলাম তয় এখন পুলিশ সাংবাদিক ও মানুষ মারার এক মিশন হাতে নিছে বইলা মনে হইতাছে। আজকের প্রথম আলো পইরা কেউ আমার কথা ফেলতে পারবো না। আর এতে সরকারের ভাব মুর্তি নষ্ট হইলে ও সরকার কিছুই করতে পারতাছে না।

খালি তদন্ত কমিটি আর সময় নষ্ট করা ছারা আর কাম নাই । আর লোক দেখানো নাটক তো আছেই। ২) ঘরে ঘরে চলতাছে নিরব চাদাবাজী । কি বিশ্বাস হইতাছে না তাই লে আপনারে আথবা আপনার আশে পাশে কেউ বাড়ী বানাইলে তারে জিগান সরকারী বিদ্যুৎ, গ্যাস , পানির পরিদর্শক রা কেমনে জরিমানা, করতাছে আর টাকা কামাইতাছে। কোন দোষ লাগবো না বাড়ী থাকলে টাকা দেওন লাগবো না হইলে ধারা তো আছে ই যদিও জনগন ধারা টারা কিছু বুঝে না।

ক্ষতি কার সরকারের। সরকার জানে তয় কিছু করার নাই। ৩) সরকারী চাকুরি : ঘুষ ছারা সুইপারের ও চাকরি হয় না আবার উচ্চ পদ ওরে বাপ রে। সরকার জানে কিছুই করার নাই। বিসিএস এ টিকতে কত ফাপর তা তারা ই জানে।

৪) পরীক্ষায় পাশ করছে কোন প্রবলেম নাই রাজনৈতিক পরিচয় ছারা চাকরি কল্পনা ওরে বাপ রে। ৫) কুইক রেন্টাল দিয়া দিনের আলোর মত দুর্নিতি করতাছে কেউ কিছু কয় না। ৬) দেশের চিপায় চিপায় দুর্নিতি সবাই জানে আর জানে সরকার ও কি করবো সরকার নিজে ও জানে না। ৭) ড্রাগ গলিতে গলিতে চিপায় চিপায় আছে প্রশাসন জানে সরকার জানে না। আর প্রশাসন বাকি ডা সবাই জানে।

এখন আমার একটা ছোট প্রশ্ন : - দেশ এখন কে চালাচ্ছে ? এরা কোন দলের ? এরা কি চায় ? আবার জনগন যদি উত্তপ্ত হয় তবে এটা কার জন্য ভালো হবে ? হাজারো প্রশ্ন তবে উত্তর নাই। । । । গুম হওয়ার ভয়ে।

হা হা হা । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.