আমাদের কথা খুঁজে নিন

   

লজ্জিত বাংলাদেশী....

আগের দিনের বাঙলা সিনেমায় দেখতাম পুলিশ সব মারামারি/কাটাকাটি শেষ হলে এসে সংলাপ দিতো ' আইন নিজের হাতে তুলে নেবেন না'। আমার মতে শুধু মাত্র এদের কে শাস্তি দেয়ার জন্যে, অন্ততঃ একটিবারের জন্যে আইন নিজের হাতে তুলে নেয়াটা খুব জরুরী হয়ে পড়েছে । একটি দৃষ্টান্ত স্থাপন করার জন্যে যাতে আরেকবার কোন মেয়েকে নির্যাতন করার আগে শতবার এই কাজের ফলাফল কি হবে কুলাঙ্গার গুলো ভেবে দেখবে। প্রকাশ্যে আগুন ঝরা রোদে, গায়ের চামড়া ছিলে লবণ লাগিয়ে দেয়া যায় কিংবা তাদের লজ্জাস্থানে বোম্বাই মরিচ বেটে লাগিয়ে হাত পা বেধে ফেলে রাখা যায় কোন পানি বা খাবার না দিয়ে। এভাবে কিছু শাস্তি ভেবে নেয়া যেতে পারে।

আমাদের উচিত পুলিশকে ভয় না করা, আমাদের কে যেন পুলিশ ভয় করে-এই উদ্দেশ্য হাসিলের জন্যে একবার আইন নিজের হাতে তুলে নেয়া! জানি এভাবে বলাটা হয়তোবা ঠিক নয়-কিন্তু এ ছাড়া আমার মাথায় আর কোন সমাধান আসছে না...। আমি এও জানি এসব শাস্তি কুলাঙ্গার বাহিনী কোন দিনও পাবে না..। মানুষের অবাক হবার ক্ষমতা নষ্ট হয়ে যায় খুব কম ক্ষেত্রে। আমাদের দেশে যেসব ঘটনা গুলো ঘটে সেগুলো এখন আর অবাক করে না। যে দেশে তিন বছরের একটা বাচ্চা মেয়ে 'পুলিশ' নামক কুলাঙ্গার জন্তু দ্বারা নির্যাতিত হয়, আজকের আদালত পাড়ায় তরুণীর শ্লীলতাহানীর ঘটনায় সবার এত ঘৃনা প্রকাশের হিরিক পড়লো কেন বুঝলাম না আসলে! যে দেশে নামকরা একটা এক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করে মহা ধুমধাম করে, সেখানে কেন আজকের ঘটনায় এত বিস্ময়? য়ামাদের দেশে সব সম্ভব! বাংলাদেশের পুলিশ বাহিনী যাদের কে পাকড়াও করার কাজে নিয়োজিত -তাদের চাইতেও আরো হাজার গুণ গর্হিত কাজে নিমজ্জিত তারা নিজেরাই।

এরা আরো দুশ্চরিত্র, দুর্নীতিবাজ,ঘুষখোর, নৈতিকতা বিবর্জিত কিছু মানুষ নামধারী পশুর এক অদ্ভুত সমন্বয়!!!! এখানে আমাদের ভুমিকা তো আরও সুন্দর!আমরা হয়ে যাই দর্শক। সব-ই দেখি, শুনি, ঘৃনাও প্রকাশ করি -তারপর সিনেমা দেখা শেষে যেভাবে সব দর্শক বাড়ি ফিরে যায়, ঠিক সে ভাবেই যে যার মত স্বাভাবিক জীবনে ফিরে আসি। একটু আলাপ করি হয়তো,কিংবা একটু সমালোচনাও। আজকের ঘটনায় ও আমরা এক অর্থে নিরব দর্শক হয়েই থাকবো। আমরা তাই করবো।

আর তাই এই সব ঘৃন্য অপরাধে আমরাও সমান ভাবে দোষী। ক'দিন পর আবারো ঘটবে- আর যথারীতি আমরা চুপ করেই থাকবো। এক সময়ের অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা বাংলাদেশীরা সব মরে গেছে, আমরা এখন কাপুরুষের জাতি। বোবা, বধির, অন্ধ। আমি আজ বাংলাদেশি হিসেবে ভীষনভাবে লজ্জিত।

এ ঘোর অন্ধকারে আলো বোধ করি আমরা বর্তমান বাংলাদেশিরা আনার ক্ষমতা রাখি না। আজ আমরা অন্যায় সয়ে সয়ে স্বাভাবিক ভাবে মেনে নেয়া এক জাতি তে পরিণত হয়েছি। গুটি কয়েকজন প্রতিবাদ যাও করতে যাই-এরা হয়ে যাই খুন, গুম কিংবা আজীবনের জন্যে পঙ্গু.! এখন তাই কেউ সেধে সেধে প্রাণ দেয়া তো দুরের কথা,মুখ খুলতেও এক পা এগিয়ে যাই না... হায় বাংলাদেশ! আহা দেশ! কেমন মানুষ আমরা তোমার বুকে ঘুরি ফিরি? আমরা আদৌ কি তোমার বুকে বাস করার যোগ্য???? আমাদের তুমি কোন দিন ক্ষমা করো না। কোন দিন না... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।