আমাদের কথা খুঁজে নিন

   

আমি লজ্জিত...........

আজ সকালে ঘুম না ভাংতেই মা যখন কল দিলো প্রথমে একটু নার্ভাস হলাম, কারন মা এতো সকালে কখনো কল দেয় না। তারপর অপর প্রান্ত থেকে শুধু গুলির শব্দ। তারপর যা শুনলাম সেটা অপ্রত্যাশিত। গত রাত থেকেই নাকি এই অবস্থা। ভোর ৪ টায় নাকি মাইকিং করে বলা হইছে চাঁন্দে সাঈদি রে দেখা যাইতেছে!!!!!!! আর কি আশ্চর্য !!!! সব মানুষ রাস্তায় বের হয়ে আসলো।

আর এই মানুষ (আসলে আবালচো..) গুলারে উস্কানি দিয়ে বগুড়া শাজাহানপুর থানা আক্রমন করে। সংর্ঘষের ব্যপকতায় জেলা প্রশাসক সেনাবাহিনির সাহায্য চান। যার প্রেক্ষিতে সেনা মোতায়েন করা হয়। আমার কথা হলো যারা (জানোয়ার) এই মানুষ গুলো কে ধমের্র দোহাই দিয়ে রাস্তায় ফায়দা লুটতে চায় তারা দেশদ্রোহী, পাকি বীর্যের তৈরি। একে তো মানুষগুলো অশিক্ষিত, অর্ধশিক্ষিত, কুসংস্কারে বিশ্বাসী তাদের ধর্মের দোহাই দিয়ে প্ররোচিত করে এক অশ্লীল পরিস্থিতির সৃষ্টি করা হয়।

যা মানুষ রূপী রাজাকারগুলোর জন্য হাতিয়ার। যারা বগুড়াতে সেনা মোতায়েন এর বিপক্ষে তাদের বলছি, শাজাহানপুর থানা আর ক্যান্টনমেন্ট পাশাপাশি, তাই এই ব্যবস্থা। এটাকে বেসামরিক প্রশাসনের বার্থতা ভাববেন না। যারা এই মানুষের ঈমান কে ব্যবহার করে দেশে অরাজকতা সৃষ্টি করছে তাদের শাস্তি চাই। আমি আজ লজ্জিত, কারন আমার জীবনের ২৫ টি বছর শাজাহানপুরে থাকার পরও আমি এই বিপুল জনোগোষ্ঠীর বিবেক জাগ্রত করার কোনো উদ্যোগ নে্ই নি।

আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।