আমাদের কথা খুঁজে নিন

   

আসুন লজ্জিত হই !!!

ভালোবাসুন, ভালো থাকুন । । । । ।

। । । এক ইকোনমিস্ট সারা বিশ্বেই বহুল প্রচারিত একটি পত্রিকা। এর যেকোন প্রতিবেদনই বিশ্ববাসী গুরুত্বের সাথে দেখে।

এই ইকোনমিস্ট তাদের সাম্প্রতিক এক প্রতিবেদনে বিশ্বের দশটি বসবাস অযোগ্য শহরের তালিকা প্রকাশ করেছে। জীবন যাত্রার মানের দিক থেকে বিশ্বের সবচেয়ে বাজে দশটি দেশের তালিকা প্রকাশ করেছে নিজস্ব ইন্টেলিজেন্স ( ব্যবহার করে বসবাসযোগ্যতার উপর ভিত্তি করে সবচেয়ে কম নম্বর পাওয়া শহরগুলোকে অনুযায়ী দশ থেকে এক এইভাবে শহরগুলোর তালিকা সাজানো হয়েছে। 'বসবাসযোগ্যতা'র এই গবেষনায় তারা যে সকল বিষয়কে মাথায় রেখে হিসেব করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে অপরাধের মাত্রা (crime levels), সংঘাতের সম্ভাব্যতা (threat of conflict), স্বাস্থ্য সুবিধা, বাক স্বাধীনতার মাত্রা, গড় তাপমাত্রা, শিক্ষা এবং যাতায়াত ব্যবস্থা। আসুন তালিকাটিতে চোখ বুলিয়ে নেয়া যাক। তালিকার দশ নম্বর শহরটি হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত আইভরি কোস্টের আবিদজান ।

প্রতিবেদনে এই শহরটি পেয়েছে ১০০ তে ৪৫.৯ পয়েন্ট নয় নম্বরে আছে ইরানের রাজধানী তেহরান । প্রাপ্ত পয়েন্ট ৪৫.৮। আট নম্বর অবস্থানে আছে আফ্রিকার দেশ ক্যামেরুনের বৃহত্তম শহর ডুয়ালা প্রাপ্ত পয়েন্ট ৪৩.৩। সাত নম্বরে আছে লিবিয়ার রাজধানী ত্রিপলি, প্রাপ্ত পয়েন্ট ৪২.৮। ছয় নম্বরে আছে পাকিস্তানের শহর করাচী , প্রাপ্ত পয়েন্ট ৪০.৯।

পাঁচ নম্বরে আছে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স প্রাপ্ত পয়েন্ট ৪০.৯। চার নম্বরে আছে জিম্বাবুইয়ের রাজধানী হারারে প্রাপ্ত পয়েন্ট ৩৯.৪। তিন নম্বরে আছে নাইজেরিয়ার বন্দর নগরী ল্যাগোস (Lagos) , প্রাপ্ত পয়েন্ট ৩৯। দুই নম্বরে আছে পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোসবি , প্রাপ্ত পয়েন্ট ৩৮.৯। এবার আসা যাক সর্বশেষ শহরটিতে।

বিশ্বের সবচেয়ে বাজে শহরের তালিকায় এক নম্বর অবস্থানে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আমার শহর, প্রাণের শহর ঢাকা। ঢাকা পেয়েছে একশতে মাত্র ৩৮.৭। দুই আমি অবশ্য অবাক হইনি, তবে লজ্জা পেয়েছি প্রচণ্ড। আর কতবার খারাপের দিক থেকে প্রথম হতে হবে আমাদের ? আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হই, বসবাস অযোগ্য শহরের তালিকায় প্রথম হই ! আর কত ? আমাদের দেশের মানুষ পরিশ্রমি। তারা উদায়স্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে।

অথচ এখানে একই সাথে অপরাধের মাত্রা আফ্রিকা বা এশিয়ার যেকোন পিছিয়ে পড়া দেশের থেকে কোন অংশে কম ? প্রতিটি মুহূর্ত আমাদের বাঁচতে হয় সম্ভাব্য সংঘাতের আশংকা নিয়ে। আমরা আতংকে থাকি কখন ক্ষমতা দ্বন্দ্বে সংঘাতে লিপ্ত দুই গোষ্ঠীর মাঝে পড়ে আমাদের জীবন দিতে হয়। এই সর্বদা আমরা একটা আতংকের মধ্যে বসত করি সেটা কি আমাদের জীবনকে ক্রমশ দুর্বিষহ করে দিচ্ছে না ? এখানে প্রতিটি পদক্ষেপে আমাদের চিন্তা করে চলতে হয়, কথা বলার সময়ও মেপে মেপে বলতে হয়। কখন সামনে ঝোলে ধর্ম অবমাননার দড়ি, আবার কখনও বা রাষ্ট্রদ্রোহ আর আদালত অবমাননার খড়গ। স্বাস্থ্য ও শিক্ষা এই শহরে বাঘের চোখের মতই অমূল্য।

টাকা থাকলে মেলে নইলে মেলে না। সেবার মানের যে আকাশ পাতাল তফাৎ তার কথা না হয় বাদই দিলাম। উপরের সব ফ্যাক্টর বাদ দিলেও শুধুমাত্র যে কারনে ঢাকা পৃথিবীর শুধু না আমার কাছে তো মনে হয় মহাবিশ্বের সবচেয়ে বসবাস অযোগ্য শহর হিসেবে বিবেচিত হতে পারে সেটা হল এর যানবাহন অব্যবস্থাপনা, মাত্রাতিরিক্ত যানজট। এই শহরের কোন পরিকল্পনা নেই, এই শহর বেড়ে উঠছে ক্যন্সার কোষের মত নিয়ন্ত্রনহীনভাবে। এটা ভাবা বোধ হয় অতি কল্পনা হবে না যে নিকট ভবিষ্যতে ঢাকা কোন প্রাকৃতিক দুর্যোগের কবলে যদি পড়ে তাহলে একে মৃত নগরীর পরিণতি বরণ করে নিতে হবে।

হুম, সেদিনও হয়তো আমরা ইতিহাস হব পুনরায় এবং শেষবারের মত। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।