আমাদের কথা খুঁজে নিন

   

মুভি রিভিঊ - The Next Three Days

“Forget injuries, never forget kindness.” - Confucius দেরিতে হলেও ফ্যামিলি ভ্যালু’র আর ফ্যামিলি বন্ড এর মর্ম অ্যামেরিকানরা উপলব্ধি করতে শুরু করেছে। আর তাই তাদের ইদানীং কালের ফ্যামিলি মুভি গুলো বেশীর ভাগই পারিবারিক বন্ধনের আর ফ্যামিলি রি-ইউনিয়ন ভিত্তিক। সাধারণ আমেরিকানদের কাছে এই বক্তব্যগুলো মুভির মাধ্যমে পৌঁছে দেয়ার জন্য হলিউড পরিচালকরা অ্যাকশন আর কমেডি এর সাথে ফ্যামিলি ভ্যালু’র আর ফ্যামিলি বন্ড এর বিষয়গুলো মিশিয়ে সিনেমা তৈরি করছেন। The Next Three Days মুভিটি এই ধারারই একটি ছবি। The Next Three Days (২০১০) অসাধারণ কোন মুভি নয়।

তবে রাসেল ক্রো এর কাস্ট দেখে মুভি দেখেছিলাম। বিনা অপরাধে খুনের দায়ে জেলে আটকে যাওয়া একটা মেয়ের (লারা) পরিবার নিয়ে একই মুভির প্লট রচিত হয়েছে। নির্দোষ প্রমাণ করার সকল চেষ্টায় ব্যর্থ হলে জন (লারা’র হাস্‌বেন্ড) লারাকে জেল ভেঙ্গে বের করে আনার পরিকল্পনা করে। লারা জেলে থাকাকালীন জন’ এর শিক্ষকতা পেশা, একা একা ছোট্ট সন্তানকে লালন আর একই সাথে লারা’কে জেল ভেঙ্গে বের করে আনার এক মোটামুটি অসম্ভব পরিকল্পনা নিয়ে তৈরি হয়েছে মুভিটি। ছোট ছোট অ্যাকশন, ফ্যামিলি লাভ আর কিছু সাইকোলজিক্যাল বিষয় মিলিয়ে মুভিটি ভালই লেগেছে আমার কাছে।

মুভিটির idm রেটিং ৭.৫। মিডিয়াফায়ার লিঙ্কটা নিচে দিলামঃ Click This Link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.