আমাদের কথা খুঁজে নিন

   

দেশে হচ্ছে টা কি??? এসবের কি কোন বিচার নেই???

আজ বিকেলে অনলাইনে প্রথম আলো পড়ছিলাম। শুরুতেই আজ যে খবরটি চোখে পড়লো তা হল, "এবার পুলিশের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। " বিস্তারিত ঘটনা পড়ে রাগে যেন গা দিয়ে আগুন ঝড়ছিল। পড়ার পর যখন নিজেকে ঐ মেয়ের জায়গায় বা তার বাবার জায়গায় কল্পনা করলাম, তখন নিজেকে খুব অসহায় লাগছিল। মনে হচ্ছিল আমরা সাধারণ জনগন কতটা অসহায়।

আসলেই আমরা খুব অসহায়। তা না হলে যেখানে পুলিশের আমাদের বিপদ থেকে রক্ষা করার কথা সেখানে আজ পুলিশ-ই আমাদেরকে বিপদে ফেলছে। একের পর এক পুলিশ অন্যায় করে যাচ্ছে আর তার কোন বিচার হচ্ছেনা। বিচার-ই যদি হত তবে কি আদালত পাড়ায় এমন একটি ঘটনা আজ ঘটতে পারতো? পুলিশ নামক এই সকল মানুষের সাহস হয় কিভাবে যে আদালতের মত জায়গায় যেখানে অন্যায়ের বিচার করা হয় সেখানেই বসে এরকম একটা অন্যায় করার? যে পুলিশের আমাদের জাতিয় বন্ধু হবার কথা, সেই পুলিশ আজ আমাদের জাতিয় শত্রুতে পরিনত হয়েছে। সাংবাদিক পেটানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো শিরোনাম হল এই পুলিশ নামক বাহিনীর সদস্যদের কর্মকান্ড।

পুর্বের সব ঘটনার মত কি এই ঘটনাও কি লোক দেখানো সাময়িক বরখাস্ত বা বদলির মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি সাংবাদিক পেটানো সহ এই ঘটনার একটা সুষ্ঠ তদন্ত ও বিচার হবে? দেশের ভাগ্য-বিধাতাদের কাছ থেকে কি আমরা একটু ভালো কিছু আশা করতে পারিনা? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.