আমাদের কথা খুঁজে নিন

   

দেশে দেশে বিশ্বাসের পাথরে খোদিত সব চোখ- দ্বিতীয় কিস্তি


ধর্মের নামে ,অলৌককিত্বরে নামে যে মায়া জাল বিস্তৃত তাতে বাংলাদেশের মত তৃতীয় বিশ্বের হত দরিদ্র মানুষগুলো আবিষ্ঠ এটা আমাদের অনেকরে সাধারণ ধারণা। এই সকল মানুষের অশিক্ষা কুশিক্ষা আর বিজ্ঞান চর্চার অনাগ্রসতার সুয়োগ নিয়ে স্বার্থান্ধ এক শ্রেনী ব্যবসা খুলে বসেছে। কিন্তু , উন্নত বিশ্বের বাসিন্দাদের মাঝেও , এ ধরণের অন্ধবিশ্বাসের কমতি দেখা যায় না। প্রায়সই দেখা যায়, রাষ্ট্রের নাকের ডগায় ধর্মের নামে মানুষ কে এক ইনদ্রজাল আবদ্ধ করে রেখেছে। সরল চোখে দেখলে আধুনিক রাষ্ট্রের এ নির্লিপ্ততার সদোত্তর খুজে পাওয়া যায় না।

আশা করি , শেষ কিস্তি তে এ বিষয়ে আলোকপাত করব। আসুন আজ উন্নত বিশ্বের অন্ধবিশ্বাসের কিছু নিদর্শণ দেখা যাক। নিউ মেক্সিকো , যুক্তরাষ্ট্র উপরের প্রথম ছবিটি যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর উত্তর Santa Fe তে অবস্থিত El Santuario de Chimayó নামক রোমান ক্যাথলিক চার্চ । প্রতি বছর এই চার্চে প্রায় ৩ লক্ষ তীর্থ যাত্রী নানা মনো বাঞ্ছনা নিয়ে ছুটে আসে। এটা যুক্তরাষ্ঠ্রের রোমন ক্যাথলিকদের প্রধান তীর্থ স্থান।

তীর্থ যাত্রীদের ছবি দেখুন দ্বিতীয় চিত্রে। কিসের মাযা জাল মানুষ কে El Santuario টেনে আনে। El pocito (ছোট কূপ) নামক এ চার্চের একটি কক্ষে ছোট্ট এটি গর্তে রয়েছে ' পবিত্র ধুলা' বা "holy dirt" (tierra bendita) । এ ধুলির রয়েছে রোগ মুক্তির অলৌকিক ক্ষমতা। এ ধুলি দেহে স্পর্শে দুরার্গ্য ব্যাধি তেকে মুক্তি মেলে।

মারিরীক প্রতিবন্ধীর বিকল অঙ্গে এ ধুরি মাখরে তা সজীব হযে উঠে। মাইকের মুর তার Sicko ডকুমেন্টারিতে যুক্তরাষ্ট্রের চিকিৎসা ব্যবস্থতার যে চিত্র তুলে ধরেছেন , তাতে শারিরীক প্রতিবন্ধী আর রোগস্ত সাধারন মানুষের এই পবিত্র ধুলির উপর নির্ভর করা ছাড়া কি বা করার থাকে। ফ্রান্স উপরের প্রথম চিত্র টি ফ্রান্সের Lourdes অবস্থিত ক্যাথরকি খ্রীস্টান সম্প্রদায়ের পবিত্র গুহার ছবি । প্রতি বছর কযকে মিলিয়ন তীর্থ যাত্রী Lourdes এই পবিত্র গুহা ভ্রমন করতে আসেন মুক্তি আকাঙ্খা নিয়ে। কথিত আছে ১৮৫৮ সালে Bernadette Soubirous নামক ১৪ বছরের এক কৃষক বালিকা কে (যিনি পরবর্তীতে Saint Bernadette নামে পরিচিত) এই গুহার নিকট 'কুমারী মাতা মেরী' দেখা দেন।

Saint Bernadett দাবী করেন যে মাতা মেরী গুহার পাশ্বে প্রবাহমান ঝরনার পানিতে অলৌকিক ক্ষমতা প্রদান করে যান, যা রয়েছে রোগ মুক্তির অসাধারন কার্য়কারীতা । উপরের চিত্রে দেখা যাচ্ছে একজন তীর্থ যাত্রী উক্ত ঝরণার পানি সংগ্রহ করছে । পাদ টিকাঃ আমার 'দেশে দেশে বিশ্বাসের পাথরে ক্ষুদিত চোখ' শীরনামের লেখা পড়ে এক অনুজ মোবাইলে অভিযোগ করেছেন , আমি একটি বিশেষ সম্প্রদায় কে এড়িযে যাচ্ছি। এ বিষয়ে আমার বক্তব্য , আমি আমাদের অতি পরিচিত অন্ধ বিশ্বাস আনুশীলন গুলো কে বাদ দিযে অজানা কম পরিচিত তথ্য গুলো তুলে আনতে চাইছি।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.