আমাদের কথা খুঁজে নিন

   

বিনীত কথা : বেশকিছু ব্যস্ততার মধ্যে লিখতে হচ্ছে...

হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে... বেশকিছু দিন থেকে ব্যস্ততা যাচ্ছে নানা রকম। একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পাচ্ছি না কিছুতেই। তারপরও কথায় আছে 'ঢেকি স্বর্গে গেলেও নাকি তাকে ধান ভানতে হয়'-- আমার দশাও অনেকটা সেরকম। এতো ঝামেলা মাথায় নিয়েও লেখালেখির চাপ বহন করতে হচ্ছে। নানান জনের অনুরোধ, কারো বা দাবি উপেক্ষা করার উপায় নেই।

অনুরোধে সেসব ছাইপাশ কি লিখছি জানি না। অথচ আমার নিজের কাজে হাত দিতে পারছি না। একটা বইয়ের পুরো প্রুফ দেখা হয়েছে কিন্তু কারেকশন করে পাবলিশারের নিকট দিতে পারছি না। এদিকে পিএইচডি. থিসিসটিও প্রকাশে তাগাদা পাচ্ছি আমার শুভাকাঙ্ক্ষীদের নিকট থেকে। অন্যদিকে বড় দুটো কাজে ইতোমধ্যে হাত দিয়েছি, রয়েছি মাঝপথে-- শেষ না করে ওঠা ঠিক হবে না।

এসব কিছু নিয়ে বড্ড বেকায়দায় দিন কাটছে। এতো কাজ, অথচ সময় কতো কম আমাদের। দিন রাত মিলে সাকুল্যে ৩/৪ ঘণ্টার বেশি কখনোই ঘুমাই না আমি। তারপরও একের পর এক কাজের বোঝা জমছে। এভাবেই হয়তো একদিন কাজের বোঝা মাথায় নিয়ে অনেক কাজ অসমাপ্ত রেখেই বিদায় নিতে হবে পৃথিবীর সবকিছু থেকে।

মানবজীবন বড্ড পরিহাসের ব্যাপার। কারো কাজ নেই, বাঁচার মতো কোনো অবলম্বন নেই। আর কারো মাথায় এতো কাজের চাপ যে, তাকে অসাপ্ত রেখেই আত্মীয়-পরিজন-স্বজন-সুজন-বন্ধু-বান্ধব ছেড়ে পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়। জীবন কতো ছোট, তাই না... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।