আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিবাদের শাস্তি..........

অতি সাধারণ....প্রধানমন্ত্রী হলে দেশটারে সাজাইতাম বহুদিন পর ব্লগ লিখছি............... আমি সদ্যই একটি সরকারি বলে পরিচিত একটি স্বায়ত্বশাসিত সংস্থার উপজেলা লেভেল প্রকৌশলী। পোষ্টিং জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায়। সম্প্রতি এক জেলা পর্যায়ের কর্মকর্তা আমার অফিসে এসে একটা কারিগরী বিষয় নিয়া আলাপ করাকালীন এক পর্যায়ে আমার শিক্ষাগত যোগ্যতা নীয়ে অশালীন মন্তব্য করেন যা আমার মনে খুব চোট দেয় এবং কিছুক্ষনের মধ্যে বের হয়ে চলে যায়। আমি তাকে সরাসরি কোন কিছু না বলে তিনি বের হয়ে যাওয়া মাত্রই আমি আমার অপর এক সহকর্মীর ল্যাপটপে একটি অভিযোগ লিখে তার সুপারভাইজারকে ইমেইল করি যার অনুলিপি দিই সংশ্লিষ্ট সকলকে। অভিযোগের প্রেক্ষিতে সেই জেলা কর্মকর্তা আবার গত সোমবার উপজেলা অফিসে এসে আমার ও আমার সহকর্মীদের কাছে ক্ষমা চান।

গল্প এখানেই শেষ হয়ে যাওয়ার কথা................ মঙ্গলবার গেল, বুধবার (২৩-০৫-২০১২) আঞ্চলিক প্রকৌশলী আমাকে যোগাযোগ করতে বলেন। আমি তাকে দুপুর ১.০০ টায় ফোন করা মাত্রই উনি আমাকে যা শোনালেন তাতে আমি হতবাক। পরদিন (২৪-০৫-২০১২) সকাল ৯.০০ টায় আমাকে সিলেট যোগদান করতে হবে। আমার নিজ জেলা ময়মনসিংহ। পার্শ্ববর্তী জেলা জামালপুর, শেরপুর এমনকি ময়মনসিংহ -তেও কর্মসূচী চলছে।

সিলেট যাওয়া আমার জন্য অনেক ক্ষতিকর হয়ে যাবে বলে আমার পছন্দনীয় জেলা দিয়েছি ময়মনসিংহ ও শেরপুর। বলেন বন্ধুরা, এটা কি শাস্তি নয়? তাহলে কি এমন সংস্থায় প্রতিবাদ মানে নিজের শাস্তি ডেকে আনা? আমার চাকরীজীবনের ৫ বছরে এমন ঘটনা ঘটেনি। ঘটবে বলে আশাও করিনি। তাই এটা আমার নীতিবিরুদ্ধ বলে আমি চাকরিটা আর করবোনা বলে সিদ্ধান্ত নিয়েছি। তবে ছেড়ে দেওয়ার আগে আরেকটা ধামাকা দিয়ে তবেই ছাড়বো।

কি বলেন????????? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।